প্রিন্ট এর তারিখঃ জুলাই ৭, ২০২৫, ১:১৫ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৬, ২০২৪, ৯:৩৭ এ.এম
নারায়ণগঞ্জ খানপুর হাসপাতালে বৃদ্ধের মরদেহ স্বজন খুঁজছে পুলিশ।।

মোঃআবু কাওছার মিঠু
নারায়ণগঞ্জ প্রতিনিধি।।
নারায়ণগঞ্জের খানপুর ৩শ’ শয্যা হাসপাতাল হাসপাতাল থেকে মোবারক -৬৭- নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার -২৬ সেপ্টেম্বর- সকালে মরদেহটি উদ্ধার করা হয়।
তবে- হাসপাতাল রেজিস্ট্রার থেকে ওই নিহদের নাম জানা গেলেও তার ঠিকানা ও বিস্তারিত জানা যায়নি।
এদিকে- বৃহস্পতিবার দুপুর আড়াইটা পর্যন্ত বৃদ্ধের কোন স্বজন মরদেহ নিতে আসেননি বলে জানান ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ -ওসি- মো. সোলেয়মান মাহমুদ। তিনি সাংবাদিক দের বলেন, বর্তমানে মরদেহ হাসপাতালে রয়েছে। তার পূর্ন পরিচয় উদঘাটনে আমরা কাজ করছি।
এরআগে- ২৫ সেপ্টেম্বর- দিবাগত রাতে অজ্ঞাত এক অটোরিকশা চালক আহত অবস্থায় তাকে উদ্ধার করে খানপুর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরে হাসাপতাল সূত্রে সংবাদ পেয়ে পুলিশ সেখানে গিয়ে নিহত মোবারকের মরদেহ তাদের হেফাজতে নিয়ে নেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে- মোবারক স্ট্রোক করে মৃত্যুবরণ করেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২