এস এম রনি,
নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী কেন্দ্রীয় ঈদগাহ মাঠের চলমান সংস্কার কার্যক্রম পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম মিয়া। আজ সকাল ১০টায় তিনি সরেজমিনে উপস্থিত থেকে কাজের অগ্রগতি ও মান পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মকর্তাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হুসাইন, নেজারত ডেপুটি কালেক্টর মোঃ তারিকুল ইসলাম, জেলা প্রশাসকের কার্যালয়ের নাজির মোঃ কামরুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
জেলা প্রশাসক জানান, নারায়ণগঞ্জে প্রথম ঈদের নামাজ পড়তে এসে ঈদগাহ মাঠের ভগ্নদশা দেখে তিনি অত্যন্ত ব্যথিত হন। বিশেষ করে সামনের হেলে পড়া কাঠামো ও ভাঙা দেয়াল তার দৃষ্টিগোচর হয়, যা কোনোভাবেই এই জেলার জন্য সম্মানজনক নয় বলে তিনি মনে করেন।
তিনি আরও বলেন, পরবর্তীতে ঈদগাহ মাঠটি মোঘল স্থাপত্যশৈলীর আদলে সংস্কার করার পরিকল্পনা গ্রহণ করা হয়। এ লক্ষ্যে গঠিত ডিজাইন কমিটির মাধ্যমে একটি পরিকল্পিত ডিজাইন চূড়ান্ত করে সংস্কার কার্যক্রম শুরু হয়েছে। আজ শুরু হয়েছে মাঠের ঢালাই কাজ। জেলা প্রশাসক আশাবাদ ব্যক্ত করেন, খুব শীঘ্রই কাজ সম্পন্ন করে নারায়ণগঞ্জবাসীকে মোঘল সাম্রাজ্যের আদলে নির্মিত একটি দৃষ্টিনন্দন ঈদগাহ উপহার দেওয়া সম্ভব হবে।
প্রাচ্যের ড্যান্ডি খ্যাত নারায়ণগঞ্জ জেলার এই কেন্দ্রীয় ঈদগাহ মাঠ দীর্ঘদিন ধরে অযত্নে অবহেলায় পড়ে থাকলেও এবার জেলা প্রশাসনের উদ্যোগে তা নতুন করে প্রাণ ফিরে পাচ্ছে। জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম মিয়ার এই সৃজনশীল এবং জনকল্যাণমুখী উদ্যোগ ইতোমধ্যে সর্বমহলে প্রশংসিত হয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮