এস এম রনি, স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে হাতাহাতির ঘটনা ঘটেছে। বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে।
জানা যায়, ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলা ছাত্রলীগের সদস্য মোঃ সজিব মিয়া একটি মামলার হাজিরা দিতে আদালতে এলে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান ফারহানের নেতৃত্বে কয়েকজন তাকে আদালত প্রাঙ্গনে অবরুদ্ধ করে রাখেন।পরবর্তীতে সজিব মিয়ার আইনজীবী ও নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য অ্যাডভোকেট রাজীব মন্ডল ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে উদ্ধার করে নিরাপদে আদালত চত্বর ত্যাগ করান।এ সময় অ্যাডভোকেট রাজীব মন্ডল ও ছাত্রদল নেতা মেহেদী হাসান ফারহানের মধ্যে বাকবিতণ্ডা ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে সিনিয়র আইনজীবীদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং আদালত প্রাঙ্গনে স্বাভাবিক পরিবেশ ফিরে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮