
এস এম রনি,
নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন ১০ নম্বর ওয়ার্ডে বিএনপির আয়োজনে পথসভা ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার ১২ অক্টোবর বিকাল ৪টায় ঢাকেশ্বরী বাজার এলাকা থেকে শুরু হয় এই কার্যক্রম।
পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ গিয়াস উদ্দিন। সভাপতিত্ব করেন মোঃ আনিস সিকদার, ১০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির দপ্তর সম্পাদক ডাঃ মোহাম্মদ মাসুদ করিম।
এ সময় বক্তব্য রাখতে গিয়ে প্রধান অতিথি বলেন, “দেশে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। জনগণের আন্দোলনের মাধ্যমে আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করেছি। আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে গণতন্ত্রকে সুসংহত করতে হবে।”
তিনি বলেন, “তারেক রহমানের ঘোষিত ৩১ দফা দাবি বাস্তবায়নের মাধ্যমে জনগণের ন্যায্য অধিকার ফিরিয়ে আনা সম্ভব। ভোটারদের সম্মানের সঙ্গে আচরণ করে তাদের মন জয় করতে হবে।”
সভায় আরও উপস্থিত ছিলেন ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ মাজেদুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা। নেতারা নির্বাচনে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান এবং ফেব্রুয়ারির সম্ভাব্য জাতীয় নির্বাচনের জন্য ঘরে ঘরে প্রচার চালানোর নির্দেশ দেন।