এস এম রনি, স্টাফ রিপোর্টার:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জে বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টা থেকে ২টা ৪৫ মিনিট পর্যন্ত ফতুল্লা থানাধীন উপজেলা প্রশাসন, নারায়ণগঞ্জ সদর-এর আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়াম মিলনায়তনে সভাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম ফয়েজ উদ্দিন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোঃ রায়হান কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান, অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন, লেঃ কর্নেল সাজ্জাদ হোসেন, লেঃ কর্নেল মির্জা মোহাম্মদ আরাফাত এবং নারায়ণগঞ্জ ব্যাটালিয়ন (৬২ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল আরমিনসহ আইন-শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। সভায় বিভিন্ন রাজনৈতিক দল, স্বতন্ত্র প্রার্থী, প্রশাসনের প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গসহ প্রায় ২৫০-৩০০ জন অংশগ্রহণ করেন।সভায় বিভিন্ন রাজনৈতিক দল ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা তাদের নির্বাচনী ইশতেহার ও মতামত তুলে ধরেন। খেলাফত মজলিস রাষ্ট্র পরিচালনায় শরিয়াহভিত্তিক ব্যবস্থা, বেকারত্ব দূরীকরণ ও মানসম্মত শিক্ষার কথা উল্লেখ করে। নাগরিক পার্টি নাগরিক অধিকার নিশ্চিতকরণ, জলাবদ্ধতা নিরসন, হাসপাতাল স্থাপন এবং মুক্তিযোদ্ধা ও জুলাই আন্দোলনের যোদ্ধাদের ভাতা প্রদানের দাবি জানায়। কমিউনিস্ট পার্টি অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতের আহ্বান জানায়।জোট প্রার্থীরা মানবিক ও উন্নয়নমূলক রাষ্ট্র গঠন, ধর্ম-বর্ণ নির্বিশেষে উন্নয়ন, মেডিকেল কলেজ স্থাপন, বিনোদন সুবিধা সম্প্রসারণ ও শ্রমিক অধিকারের কথা তুলে ধরেন। স্বতন্ত্র প্রার্থীরা দেশবিরোধী চুক্তি প্রতিরোধ, ন্যায়বিচার প্রতিষ্ঠা, ফতুল্লাকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্তকরণ ও কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণের প্রতিশ্রুতি দেন। বাংলাদেশ রিপাবলিক পার্টি জলাবদ্ধতা নিরসন, মাদক ও সন্ত্রাস নির্মূল এবং ফতুল্লাকে মডেল সিটি হিসেবে গড়ে তোলার ঘোষণা দেয়। গণঅধিকার পরিষদ মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স এবং শিক্ষার মান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ ইনসাফভিত্তিক সমাজ গঠন, কিশোর গ্যাং মুক্ত সমাজ এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান জানায়। জাতীয় পার্টি সহিংসতা থেকে দূরে থাকার আহ্বান জানায়। বাংলাদেশ জাসদ জুলাই হত্যাকাণ্ডের বিচার ও চাঁদাবাজির বিরুদ্ধে অভিযান জোরদারের দাবি তোলে। বাংলাদেশ সুপ্রিম পার্টি ন্যায়বিচার প্রতিষ্ঠা ও বেকারত্ব দূরীকরণের ওপর গুরুত্বারোপ করে।
সভা শেষে আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকল পক্ষকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। কোনো ধরনের নাশকতা বা নির্বাচন বানচালের চেষ্টা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা বাহিনী ও বিজিবি নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে বলে তারা আশ্বস্ত করেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮