এস এম রনি, স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের কালিবাজার এলাকায় অবস্থিত ব্যাপ্টিস্ট চার্চে খ্রিস্টান সম্প্রদায়ের বৃহৎ ধর্মীয় উৎসব বড়দিন–২০২৫ ও শুভ নববর্ষ–২০২৬ উপলক্ষে শান্তিপূর্ণভাবে ধর্মীয় অনুষ্ঠান ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।
২৫ ডিসেম্বর সকাল ৯টা ৫০ মিনিট থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত এ আয়োজনে প্রার্থনা, শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভার মধ্য দিয়ে বড়দিনের কর্মসূচি সম্পন্ন হয়। অনুষ্ঠানে ১০০ থেকে ১২০ জন ধর্মপ্রাণ খ্রিস্টান অংশগ্রহণ করেন। এতে সভাপতিত্ব করেন ফাদার পাস্টর বেন্যামিন ঢালী।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোঃ রায়হান কবির, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, র্যাব-১১ এর সিপিসি মেজর অনাবিল ইমাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাসমিন আক্তার পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রসিকিউশন—অতিরিক্ত দায়িত্বে) মোঃ ইব্রাহিম হোসেন, ব্যাপ্টিস্ট চার্চের মহিলা সম্পাদিকা ফ্রান্সিলিয়া, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিখুন এবং জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি প্রদীপ দাসসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।অনুষ্ঠান শেষে কেক কাটা ও পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে বড়দিনের আয়োজন শেষ হয়। বড়দিন উপলক্ষে চার্চ এলাকায় সেনাবাহিনী, র্যাব, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন ছিল।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮