এস এম রনি, স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস–২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, প্রবাসী মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর ২০২৫) সকাল ১০টা থেকে দুপুর ১২টা ১০ মিনিট পর্যন্ত জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ রায়হান কবির। এ সময় তিনি বেলুন উড়িয়ে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং প্রবাসী মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।পরে নির্বাচন অফিসের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (মানব সম্পদ উন্নয়ন) জনাব কাফী বিন কবির। সভায় সরকারি দপ্তরের কর্মকর্তা, প্রশিক্ষণ কেন্দ্র ও ব্যাংক প্রতিনিধি এবং প্রবাসী পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।অনুষ্ঠানের একপর্যায়ে জেলার সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী অভিবাসীর পরিবারকে সম্মাননা প্রদান করা হয়। এ কর্মসূচিতে প্রায় ১৪০ থেকে ১৬০ জন অংশগ্রহণ করেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮