এস এম রনি, স্টাফ রিপোর্টার:
ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-এর গৌরবময় ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস-২০২৫ উপলক্ষে নারায়ণগঞ্জে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়েছে। বুধবার (১২ নভেম্বর) বেলা ১২টায় জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ, ফতুল্লায় এ র্যালির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাবা নিলুফা ইয়াসমিন।
র্যালিতে উপস্থিত ছিলেন আইডিইবি নারায়ণগঞ্জ জেলা নির্বাহী কমিটির সভাপতি এস. এম. রমিজ উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, আইডিইবির প্রবীণ ও নবীন প্রকৌশলী, এবং বিভিন্ন প্রকৌশল ইনস্টিটিউটের প্রায় ১২০ থেকে ১৫০ জন ছাত্র-ছাত্রী।পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সূচনা হয়। এ বছরের প্রতিপাদ্য ছিল— “দক্ষ জনশক্তি দেশ গঠনের মূল ভিত্তি।”
জাতীয় প্রেক্ষাপটে আইডিইবির আহ্বানগুলোর মধ্যে ছিল— প্রযুক্তি-চিন্তাহীন রাজনীতি শোষণের হাতিয়ার; প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করা; স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা; জীবন ও উন্নয়নের জন্য পানি ও বিদ্যুৎ অপরিহার্য; নদী রক্ষা করে বাংলাদেশ রক্ষা; কৃষিজমি সংরক্ষণ ও পরিকল্পিত গ্রাম গঠন; এবং বৈষম্যহীন কর্মক্ষেত্র প্রতিষ্ঠা।অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন তাঁর বক্তব্যে বলেন,
সরকারের সুবিধাগুলো যাতে প্রকৃতভাবে জনগণের কাছে পৌঁছে, সেদিকে আমরা সর্বোচ্চ নজর রাখব। জেলা প্রশাসনের পক্ষ থেকে আইডিইবিকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।”
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮