প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৯, ২০২৫, ১০:২৫ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৯, ২০২৫, ৭:৪১ পি.এম
নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী গাজীপুর মহিলা কারাগারে

মো.ইমরান হোসেন, স্টাফ রিপোর্টার
গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীকে।
শুক্রবার (৯ মে) দুপুর ২টার দিকে তাকে কারাগারে নেওয়া হয়।
কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার কাওয়ালিন নাহার জানান, দুপুর ২টার দিকে সেলিনা হায়াৎ আইভীকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে। কঠোর নিরাপত্তায় তাকে এ কারাগারে পাঠানো হয়।
এর আগে শুক্রবার (৯ মে) ভোর ৩টার দিকে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় চুনকা কুটির থেকে সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২