এস এম রনি
স্টাফ রিপোর্টার।।
গাজী গ্রুপের চেয়ারম্যান গোলাম দস্তগীর গাজী সাহেব-সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত-পাট ও বস্ত্র মন্ত্রীর গ্রেফতারি পরোয়ানা শোনার পর থেকেই-৪-৫শত মানুষ লুট করার উদ্দেশ্যে গাজী টায়ার মিলের ৪-৫-ও ৬ তলায় ক্যামিকাল-দাহ্য পদার্থ-তামা-বিভিন্ন মালামাল লুট করার জন্য হৈচৈ শুরু হয়ে যায়।
এমতাবস্থায় কে বা কারা গোডাউনের নিচ তলায় আগুন লাগিয়ে উপর থেকে নামার গেট বন্ধ করে দেয়।এরপর ই চিৎকার চেচামেচি শুরু হয়ে যায়। কিন্তু তখন পর্যন্ত কোনো মানুষ তাদেরকে বাঁচানোর জন্য এগিয়ে আসেনি।এই দিকে জীবন বাঁচানোর আর্তনাদ যেন ক্রমে ক্রমে ভারী হয়ে উঠছে।
প্রায় দুই ঘন্টা মরণপণ লড়াইয়ের পর সব কিছু নিস্তব্ধতায় রুপ নেয়।এমনটাই জানাচ্ছিলেন গাজী টায়ার মিল এ কর্মরত একজন শ্রমিক।গত ২৫-০৮-২৪ইং আগুন লাগার পর থেকে আজ ২৭-০৮-২৪ইং পর্যন্ত মোট ১২ টি ফায়ার সার্ভিসের ইউনিট তাদের অক্লান্ত পরিশ্রমের পর আগুন নিয়ন্ত্রণে সক্ষম হয়েছে।এদিকে স্বজন হারানোর বেদনায় এবং পুড়ে যাওয়া লাশ নেওয়ার জন্য স্বজনদের আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে উঠছে।তাদের দাবী, যেকোনো বিনিময়ে আমরা আমাদের স্বজনদের লাশ চাই।এদিকে ফায়ার সার্ভিসের কর্মীগণ জানিয়েছেন-আগুনে দগ্ধ হয়ে যাওয়ার কারণে ভবনের অবস্থা খুবই বিপদজনক,অবস্থার পরিস্থিতি অনুকূলের সাথে সাথেই আমরা উদ্ধার কাজ করব।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮