মোঃ সৌরভ হোসাইন (সবুজ)
স্টাফ রিপোর্টার (সিরাজগঞ্জ)।।
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নানা আয়োজনে ‘আউস' আমরা উল্লাপাড়ার সন্তান এর নবম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। রবিবার সন্ধ্যায় উল্লাপাড়া পৌর শহরের এইচটি ইমাম উম্মুক্ত মঞ্চে সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে স্মরণিকার মোড়ক উন্মোচন, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, মেধাবী শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি প্রদান ও অসহায় ব্যক্তিদের মধ্যে অটোরিকশা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ শফিকুল ইসলাম শফি।
সংগঠনের সাধারণ সম্পাদক ডাঃ সামছুল আলম স্বপনের সঞ্চালনায় প্রতিষ্ঠাতা ও মানবিক সভাপতি ইঞ্জিনিয়ার এস. এম. আব্দুর রহমানের সভাপতিত্বে এ সময় অন্যান্যোর মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উজ্জল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফয়সাল কাদের রুমি, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, কথা সাহিত্যিক বীর মুক্তিযোদ্ধা ইসহাক খাঁন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সংসদের গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ জহুরুল ইসলাম মিল্টন, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব জাহেদুল হক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আব্দুল লতিফ মির্জার সুযোগ্য কন্যা সেলিনা মির্জা মুক্তি, উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তরুণ নেতা মোঃ হেদায়েত আহমেদ এলান প্রমুখ।
অনুষ্ঠানে আউস এর অর্থায়নে ২ টি অটোরিকশা এবং ৮০ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। এছাড়াও ঈদ পূর্ণমিলনী উপলক্ষে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্থানীয় ও জাতীয় পর্যায়ের শিল্পীরা কবিতা আবৃত্তি, সংগীত ও নৃত্য পরিবেশন করেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮