প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৫, ২:১৪ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৪, ২০২৪, ১:৫০ পি.এম
নাটোরের লালপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু।।
আবু তালেব
লালপুর - নাটোর-প্রতিনিধি।।
নাটোরের লালপুরে পুকুরের পানিতে ডুবে রাফসান নামের তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের নবীনগর গ্রামে এ ঘটনা ঘটে।
রাফসান নবীনগর গ্রামের রাকিবুল রহমানের ছেলে। পুকুরের পানিতে ডুবে তার মৃত্যু হয় এবিষয়ে নিশ্চিত করেন লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা -ওসি- নাছিম আহম্মেদ।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল ১০টার দিকে বাড়ির পাশে ডোবায় পড়ে যায় রাফসান। পরে বাড়ির লোকজন অনেক খোঁজাখুঁজির পর বেলা ১১টার দিকে ডোবা থেকে তাকে উদ্ধার করে। লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সাময়িক চিকিৎসা শেষে শিশু রাফসানকে মৃত ঘোষণা করেন।
রাফসানের বাবা রাকিবুল রহমান জানান, সে বাড়ির আশপাশে খেলছিল। কিছুক্ষণ পর লোকজনের চিৎকার শুনে দৌড়ে এসে পুকুর থেকে তাকে উদ্ধার করেন।
ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জু বলেন- পানিতে ডুবে শিশু রাফসানের মৃত্যু হয়েছে। বর্তমান অতিবৃষ্টি ও নদীতে বানের পানি বৃদ্ধি পাওয়াই চারদিকে খালবিলে পানি জমেছে। এ বিষয়ে শিশুসহ সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২