প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২১, ২০২৪, ১০:২৩ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৮, ২০২৪, ১১:০৮ এ.এম
নাটোরের লালপুরে জমি নিয়ে বিরোধের জেরে ভাইয়ের বাড়িতে ভাইয়ের হামলা।।
আবু তালেব
লালপুর - নাটোর - প্রতিনিধি।।
নাটোর লালপুরের গোপালপুরে জমি সংক্রান্ত জেরে বড় ভাইয়ের ঘড় বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ ছোট ভাইয়ের বিরুদ্ধে ।
মঙ্গলবার -৮ই অক্টোবর- ভোরে নাটোর জেলার লালপুর উপজেলার গোপালপুরের দাঁইড়পাড়া গ্রামের মৃত খবির উদ্দিন মন্ডলের ছোট ছেলে বুলবুল আহমেদ জুয়েল -৪১- এর বিরুদ্ধে জমি সংক্রান্ত বিরোধে তার বড় ভাই আব্দুল মালেক -৪৪- এর ঘর বাড়িতে হামলা ও ভাংচুরের অভিযোগ উঠেছে।
সূত্রে জানা যায়- উপজেলার গোপালপুর পৌরসভার দাঁইড়াপাড়া গ্রামের মৃত খবির উদ্দিন মন্ডলের দুই ছেলে যৌথভাবে -৩০.৫- শতাংশ জমি ক্রয় করেন। জমিটি লিখিত ভাবে দুই ভাইয়ের মাঝে ভাগ করা না থাকায়। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গদের দেওয়া ভাগ অনুযায়ী বড় ভাই আব্দুল মালেক উক্ত জমিটি ভোগ দখল করে আসছিল। এ নিয়ে ছোট ভাই বাদী হয়ে বড় ভাইয়ের বিরুদ্ধে নাটোর কোর্টে মামলা দায়ের করে যাহার মামলা নং-৩০৪ পি-২৪। মামলাটি নাটোর কোর্ট থেকে ০৭-১০-২০২৪ইং তারিখে লালপুর উপজেলা ভূমি কর্মকর্তাকে তদন্তের আদেশ দিলে ০৮-১০-২০২৪ ইং তারিখ ভোরে দেশীয় অস্ত্র ও কুড়াল নিয়ে বড় ভাই আব্দুল মালেক এর বাড়িতে হামলা চালিয়ে ঘর বাড়িতে ভাংচুর চালায় জুয়েল। ষাট/সত্তরটি গাছ কেটে অকথ্য ভাষায় গালিগালাজ করে উক্ত জমিটি ছেড়ে দিতে বলে এবং জমি না ছেড়ে দিলে প্রাণনাশের হুমকি দেয়।
এ বিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ -ওসি- নুরুজ্জামান জানান -মামলা দায়েরের বিষয়টি তিনি এখনো নিশ্চিত নন- যদি থানায় মামলা দায়ের হয়ে থাকে তাহলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে জানান।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২