প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৯, ২০২৫, ৫:৫৫ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১১, ২০২৪, ১২:৫৫ পি.এম
নাচোলে দুই হাজার কৃষকের মাঝে গ্রীস্মকালীন পেঁয়াজ ও মাসকলায়ের বীজ-সার বিতরণের উদ্বোধন করা হয়।।

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি।।
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ২ হাজার প্রান্তিক কৃষকের মাঝে সরকারী প্রনোদনার পেঁয়াজ ও মাসকলাই এর বীজ-সার বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় কৃষি দপ্তরের আয়োজনে উপজেলার তালিকাভূক্ত প্রান্তিক ৫৫০ জন কৃষকের প্রতিজনকে এক কেজি করে পেঁয়াজের বীজ- ১০ কেজি ডিএপ- ১০ কেজি এমওপি- নেটজাল ও বালাইনাশক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। অপরদিকে একহাজার চারশো পঞ্চাশ জন কৃষকের প্রতিজনকে পাঁচ কেজি মাসকলাই বীজ- ১০ কেজি ডিএপি- ৫ কেজি এমওপি বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এসময় উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার-উপজেলা কৃষি অফিসার সলেহ আকরাম-কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুন নূর- নাচোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিকুল ইসলাম- কসবাইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারীয়া আল মেহরাব-নেজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল হক- উপ-সহকারী কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম-আব্দুর রাকিবসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২