নিজস্ব প্রতিবেদক, বরিশাল।।
জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে শুক্রবার সন্ধ্যা ৬ টার দিকে নলছিটি মোল্লার হাঁট ইউনিয়নের বৈশাখী গ্রামে একই পরিবারের দুই দম্পতিকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষরা। স্থানীয়রা তাত্ক্ষণিক মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে ওই দুই দম্পতিকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ভর্তি করেছে।
ঘটনাস্থানে সরে জমিনে গিয়ে জানা যায়,
দীর্ঘদিন যাবৎ জমি সংক্রান্ত বিষয় নিয়ে চাচা-ভাতিজার মধ্যে দ্বন্দ্ব চলছিল। গত শুক্রবার কথা কাটাকাটি করে একপর্যায়ে ভাতিজা হানিফ হাওলাদার ও ভাইয়েরা মিলে চাচা জব্বার হাওলাদার(৭০ )ও তার স্ত্রী রাশিদা বেগম(৫৫)কে শরীরের বিভিন্ন স্থানে ও মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে। জব্বার হাওলাদার এর ছেলে মোঃ আব্দুর রহিম বলেন, আমার বাবাকে জমিজমা সংক্রান্ত বিরোধের যে ডরে বিভিন্ন সময় হুমকি ধামকি এবং মারধর করে আসছে, এবং সমাজে মানসিকভাবে হাইপিতি কোন করছে। বর্তমানে আমার বাবাকে এবং মাকে বাড়িতে একলা পাইয়া উদ্দেশ্য পূরণিতভাবে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করে। তারা বর্তমানে মৃত্যুর সাথে পাঞ্জা লরছেন।আমি আমার বাবা-মায়ের নির্যাতনকারীদের বিরুদ্ধেবিচার চাই
এ বিষয়ে নলছিটি থানার অফিসার ওসি আতাউর রহমান বলেন আমরা এখনো কোনও অভিযোগ পাইনি অভিযোগ পেলে আইন গত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮