সাদেকুর, নরসিংদী প্রতিনিধি
নরসিংদী রেলস্টেশনে ১লা জুন রবিবার থেকে আরও তিনটি আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন নতুন করে যাত্রাবিরতির সূচনা শুরু করেছে। ৷ নরসিংদী রেলওয়ে স্টেশনে মহানগর প্রভাতী, মহানগর গোধূলী ও উপবন এক্সপ্রেস নামের আরও ৩টি আন্তনগর ট্রেন যাত্রাবিরতি কার্যক্রম সম্পন্ন করা হয়েছে । রোববার সকাল সাড়ে ৯টায় এসব ট্রেনের যাত্রাবিরতির অনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী।
স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে যাত্রাবিরতি দেওয়া মহানগর প্রভাতী ট্রেনটির পরিচালক ও লোকমাস্টারকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে উদ্বোধনী অনুষ্ঠান হয়। এ সময় ট্রেনের যাত্রীদেরও ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং পাশাপাশি মিষ্টি বিতরণ করে নরসিংদী রেলযাত্রী অধিকার ফোরাম।
নরসিংদী রেলস্টেশন থেকে প্রতিদিন হাজারো মানুষ ঢাকার উদ্দেশ্য ট্রেনযোগে যাতায়াত করে। রেলযোগে যাতায়াত করার ক্ষেত্রে নরসিংদীর লোকজন ট্রেনের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হতো এবং সেই সাথে মানুষের উপচে পড়া ভীড় মোকাবিলা করতে হতো। যার কারণে নরসিংদী বাসীর দীর্ঘ দিনের দাবি ছিল কয়েকটি আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন নরসিংদী রেলস্টেশনে যাত্রাবিরতি দেওয়ার জন্য। দীর্ঘ দিনের এই দাবি অনুধাবন করে রেলপথ মন্ত্রনালয় থেকে নতুন করে তিনটি আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি অনুমতি দেয়। যার ফলে নরসিংদীবাসী ঢাকায় যাতায়াতের যে কষ্ট পোহাতে হতো সেটা এখন থেকে অনেকটাই দূর হবে বলে মনে করছেন সাধারণ যাত্রীগণ।
নরসিংদী রেলযাত্রী অধিকার ফোরামের সভাপতি আমজাদ জুয়েল বলেন, ‘রেল মন্ত্রণালয় আমাদের আবেদনের পরিপ্রেক্ষিতে নরসিংদী স্টেশনে আন্তনগর মহানগর প্রভাতী, মহানগর গোধূলী ও উপবন এক্সপ্রেস ডাউন এর যাত্রাবিরতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এতে হাজারো যাত্রীদের মাঝে স্বস্তি ফিরেছে এবং দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে।
জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী বলেন, চট্টগ্রাম, সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলের সঙ্গে এই জেলার যোগাযোগের ক্ষেত্রে পর্যাপ্ত ট্রেনের যাত্রাবিরতি ছিল না,যার ফলে এই এলাকার বাসিন্দারা দুর্ভোগ পোহাতে হয়েছে অনেক দিন ধরে। বর্তমানে রেলপথ মন্ত্রণালয় বিষয়টি অনুধাবন করে যাত্রাবিরতির অনুমতি দেওয়ায় উক্ত জেলাবাসী অনেকাংশে উপকৃত হবেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮