প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১, ২০২৫, ২:০৯ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৩১, ২০২৪, ১০:৩৯ এ.এম
নরসিংদী প্রাণ আরএফএল কারখানায় আগুন- নিহত ১ জন।।

অরবিন্দ রায়
স্টাফ রিপোর্টার।।
নরসিংদীর পলাশে প্রাণ-আরএফএল গ্রুপের কারখানায় আগুনে পুড়ে গেছে । এ সময় জহিরুল হক নামে এক শ্রমিক মারা গেছে। শুক্রবার বিকালের দিকে এ আগুন লাগে বলে জানান স্থানীয়রা।
ফায়ার সার্ভিস জানায়- প্রাণ আর এফ ইন্ডাস্ট্রিয়াল পার্কে আগুন লাগায় যেখানে প্লাস্টিকের ওয়ান টাইম প্লেট- গ্লাস ও অন্যান্য প্লাস্টিক পণ্য তৈরি করা হতো। আগুনে উৎপাদিত বিভিন্ন প্লাস্টিক পণ্য সহ যন্ত্রপাতি আসবাবপত্র ও অন্যান্য মালামাল পুড়ে গেছে।
খবর পেয়ে পলাশ ফায়ারন সার্ভিস স্টেশন- নরসিংদী ও মাধবদী ফায়ার সার্ভিসের ইউনিট একসাথে কাজ করে। এ ছাড়াও বাংলাদেশ সেনাবাহিনী একটি টিম ঘটনা স্হলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে বলে জানা যায়। আড়াই ঘণ্টা চেষ্টার পর সাড়ে ছয়টা থেকে আগুন নিয়ন্ত্রণে এলেও পি এইচ ফোম শাখা আগুনে পুড়ে যায়।
এ ব্যাপারে ডাঙ্গা ইন্ডাস্ট্রিয়াল পার্কে নির্বাহী পরিচালক ফজলে রাব্বি জানান- আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন ঔই সেকসনের অপারেটর জহিরুল ইসলাম নামে এক শ্রমিক মারা গেছে।
ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানায়- কি কারণে আগুনের ঘটনা ঘটেছে ও ক্ষয়ক্ষতি পরিমাণ কত তা তদন্ত সাপেক্ষে জানানো হবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২