অরবিন্দ রায়
স্টাফ রিপোর্টার।।
নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিক শিউলী আক্তারকে শিক্ষার্থীদের দাবির কারনে অবশেষে বদলী করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক-মাধ্যমিক -১-দূর্গা রানী সিকদার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে প্রধান শিক্ষক শিউলি আক্তার কে গাজীপুর জেলার কালীগঞ্জ সরকারি বালিকা বিদ্যালয়ে বদলী করা হয়েছে। ৩১ জানুয়ারী প্রধান শিক্ষক কে বদলীকৃত স্কুলে যোগদান করতে বলা হয়েছে।
আজ সোমবার বিকেলে প্রধান শিক্ষক শিউলি আক্তারকে বদলীর খবর শোনে শিক্ষার্থীরা স্কুলে আনন্দ উল্লাসে মতে উঠে।
নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিউলি আক্তারের অপসারণের দাবীতে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে । গতকার রোববার শিক্ষার্থীরা জেলা প্রশাসক কার্যালয়ের প্রধান ফটকে সকাল ১১টা থেকে অবস্থান কর্মসূচি পালন করে। শিক্ষার্থীরা জেলা প্রশাসক বরাবর প্রধান শিক্ষকের বদলীর দাবিতে লিখিত অভিযোগ করে।
শিক্ষার্থীরা জানায়, প্রধান শিক্ষিকা দুর্নীতিগ্রস্ত, নিষ্ঠুর, অসৌজন্যমূলক আচরণকারী, অর্থলোভী আখ্যায়িত করে। অনতিবিলম্বে তারা প্রধান শিক্ষকের অপসারণের দাবী জানিয়ে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেন।
অভিযোগের প্রেক্ষিতে জেলা প্রশাসক ড. বদিউল আলম শিক্ষার্থীদের কয়েকজন প্রতিনিধিকে তাঁর কক্ষে ডেকে পাঠান। এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক কর্তৃক দায়িত্বপ্রাপ্ত সিনিয়র শিক্ষক মোঃ লুৎফর কবীরও ছিলেন। তিনি জানান, জেলা প্রশাসক শিক্ষার্থীদের বলেছেন যে, অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করতে নির্দেশ দিয়েছেন । একদিনের মধ্যেই প্রতিবেদন জমা দিবে তদন্ত কমিটি। পরে তা খুব দ্রুততম সময়ের মধ্যেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বরাবর পাঠিয়ে দেয়া হবে।
আজ সোমবার নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিউলি আক্তারের বদলীর প্রজ্ঞাপন জারি করা হয়।
অভিভাবক মো. জসিম উদ্দিন জানান,
আমি ও একজন শিক্ষক। আমার দুই মেয়ে এ স্কুলে পড়ে। প্রধান শিক্ষক শুধু শিক্ষার্থীদের সাথে খারাপ আচরণ করেন না, অভিভাবকদের সাথে খারাপ আচরণ করেন। বিদ্যালয়ে ঠিক মত ক্লাস হয় না। প্রধান শিক্ষকের সে দিকে নজর নেই।
প্রধান শিক্ষকের বদলীর দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের খবর বিভিন্ন পিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশিত হয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮