প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৫, ২০২৫, ১:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৩০, ২০২৪, ১:৩৫ পি.এম
নরসিংদী জাতীয় বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন।।
অরবিন্দ রায়
স্টাফ রিপোর্টার।।
নরসিংদী বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি এই শ্লোগানকে সামনে রেখে সদরে শুরু হয়েছে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ। বিজ্ঞান মেলা ও ৮ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড। সোমবার উপজেলা সদরের আইডিয়াল হাই স্কুল মাঠে সদর উপজেলা প্রশাসন আয়োজিত এ মেলায় আয়োজন করা হয়। সদর উপজেলার ১৪ স্কুল, কলেজের শিক্ষার্থীরা এতে অংশ গ্রহণ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নরসিংদী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আফতাব উদ্দিন ভূঞা, নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা সুলতানা নাসরীনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে স্বাগতিক বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনজিল এ মিল্লাত। উদ্বোধনী সভায় আরো বক্তব্য রাখেন সদর উপজেলা একাডেমিক সুপারভাইজার খাদিজাতুল কুবরা। এসময় শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবন্দ উপস্থিত ছিলেন।
অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে রয়েছে আব্দুল কাদির মোল্লা সিটি কলেজ, নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজ, ন্যাশনাল কলেজে অব এডুকেশন, সার্টিরপাড়া কালী কুমার ইনষ্টিটিউশন স্কুল অ্যান্ড কলেজ, নরসিংদী সরকারি মহিলা কলেজ, নরসিংদী পলিটেকনিক ইনষ্টিটিউট, ব্রাহ্মন্দী কামিনী কিশোর মৌলিক সরকারি উচ্চ বিদ্যালয়, নাসিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস, নরসিংদী বিয়াম জিলা স্কুল অ্যান্ড কলেজ, নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ব্রাহ্মন্দী গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ, নরসিংদী আইডিয়াল হাই স্কুল, নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয় ও উদ্ভাবনী স্মার্ট বিজ্ঞান ক্লাব।
পাঁচদোনা স্যার কৃষ্ণ গোবিন্দ গুপ্ত স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. মাসুম বিল্লাহ জানান,
বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিয়াডের মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞানের বিকাশ ঘটে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২