অরবিন্দ রায়
স্টাফ রিপোর্টার।।
নরসিংদী জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে শিক্ষার্থীদের মাঝে টিকা প্রদান করা হয়েছে।
আজ সোমবার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে শিক্ষার্থীরা আনন্দঘন পরিবেশের মধ্যদিয়ে এইচপিডি টিকা গ্রহণ করে। প্রথম ধাপে শিক্ষা প্রতিষ্ঠানে ৫ম থেকে ৯ম শ্রেণির রেজিষ্ট্রেশনকৃত শিক্ষার্থীদের মধ্যে টিকা প্রদান করা হয়। অনেক শিক্ষার্থী অনলাইনে জন্মনিবন্ধন না থাকায় টিকা নিতে পারেনি।
যারা রেজিষ্ট্রেশন করতে পেরেছে তাদের টিকা দেয়া হয়েছে।
নরসিংদীর পাঁচদোনা স্যার কৃষ্ণ গোবিন্দ গুপ্ত স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের টিকা কার্যক্রম উদ্বোধন করেন অধ্যক্ষ মো. মাসুম বিল্লাহ।
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুকুমার চন্দ্র কর জানান, ২ শত ২৮ জন শিক্ষার্থীকে টিকা দেয়া হয়েছে। যে সব শিক্ষার্থী রেজিষ্ট্রেশন করতে পারেনি তাদের সোমবার সাড়ে ৯ টা থেকে ১ টা পর্যন্ত টিকা দেয়া হবে।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মরিয়ম বেগম, সিনিয়র শিক্ষক আনোয়ার হোসেন, সিনিয়র শিক্ষক মোস্তাফিজুর রহমান, সহকারী শিক্ষক আবদুল কাদির আকন্দ, সহকারী শিক্ষক আবদুর রহমান ২,সহকারী শিক্ষক শারমিন সিমা, সহকারী শিক্ষক সাহিদা আক্তার তাদের ক্লাসের শিক্ষার্থীদের টিকা গ্রহনের সহযোগিতা করেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮