প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৯, ২০২৫, ৩:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১৬, ২০২৫, ৮:০৬ পি.এম
নরসিংদী ছাত্রদলের দুই নেতা জামিনে মুক্তিতে আনন্দ মিছিল

অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টার
নরসিংদীর পলাশ উপজেলা ছাত্রদলের দুই নেতা জামিনে মুক্তিতে আনন্দ মিছিল করেছে তাদের আত্মীয়-স্বজন সহ নেতাকর্মীরা। আনন্দ মিছিলে 'ঢাক ঢোল বাজিয়ে জেল গেট থেকে ফুল ও মালা দিয়ে তাদের বরণ করে নেন। সকল নেতাকর্মীরা মোটরসাইকেল ও গাড়ি বহর নিয়ে পুরো নরসিংদী-২ পলাশ উপজেলা বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে শোডাউন দেন। এসময় জামিনে মুক্ত পলাশ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপন ও ঘোড়াশাল পৌর ছাত্রদলের সদস্য সচিব আরিফুল ইসলাম আরিফ হাত নেড়ে উৎসাহিত নেতাকর্মীদের সঙ্গে আনন্দ সম্মতি প্রকাশ করেন। এসময় নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে । নেতাকর্মীরা তাদের স্লোগানে স্লোগানে বলেন, স্বৈরশাসকের দালাল'রা হুঁশিয়ার, সাবধান, সকল ষড়যন্ত্র ভেঙে দাও,রুখে দেও, "পাপন ভাই-আরিফ ভাইয়ের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই" সহ নানা স্লোগান দিতে থাকেন।
শোডাউনটি পলাশ বাসস্ট্যান্ডে গিয়ে একটি সংক্ষিপ্ত সমাবেশে রূপ নেয়।
ঘোড়াশাল পৌরসভার ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আওলাদ হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন ঘোড়াশাল পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন চিশতিয়া,
সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন,পলাশ উপজেলা শ্রমিক দলের সভাপতি আল-আমিন ভূইয়া, পলাশ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হাসান সোহেল, ডাঙ্গা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আখতারুজ্জামান ও ডাঙ্গা ইউনিয়ন যুবদলের সভাপতি এসআই মনির হোসেন প্রমূখ।
সাবেক সেনা সদস্যকে মারধরের অভিযোগে ছাত্রদলের ৩ নেতাকে গত সোমবার (১২ মে) রাতে কক্সবাজার থেকে তাদের গ্রেপ্তার করে নরসিংদী র্যাব-১১ ও র্যাব-১৫ এর সদস্যরা। পরে বুধবার দুপুরে নরসিংদী জেলা জজ আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়। বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারকৃত ছাত্রনেতা আমানউল্লাহ আমান, মোস্তাফিজুর রহমান পাপন ও আরিফুল ইসলাম আরিফের পক্ষে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন আবেদন করেন এড. কানিজ ফাতেমা। দীর্ঘ শোনানির পর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মেহেদী হাসান দুইজনের জামিন মঞ্জুর করেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২