অরবিন্দ রায়, স্টাফ রির্পোটার।।
নরসিংদীর পলাশে জিপিএ ৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীরা সংবর্ধনা পেল।
গতকাল শনিবার পলাশের পারুলিয়া মোড় এলাকায় পলাশ থানা সেন্ট্রাল কলেজ প্রাঙ্গনে এই সংবর্ধনার আয়োজন করা হয়।পারুলিয়া - মাঝের চর সূর্য তরুণ ক্লাব নামের একটি সংগঠন সংবর্ধনার আয়োজন করে।
সংগঠনের সভাপতি সাংবাদিক শরীফ ইকবাল রাসেল এর সভাপতিত্বে নরসিংদী-২ (পলাশ) আসনের সংসদ সদস্য ডা: আনোয়ারুল আশরাফ খান (দিলীপ) এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, পলাশ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জিনারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল ইসলাম গাজী, নরসিংদী স্কুল কলেজ শিক্ষক সমিতি (নবশিস) এর সভাপতি ও নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা,
নরসিংদী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী ফোরামের সভাপতি মাহবুবুর রহমান মনির, পলাশ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কারিউল্লাহ সরকার, পলাশ থানা সেন্ট্রাল কলেজের অধ্যক্ষ আমীর হোসাইন গাজী, স্থানীয় গজারিয়া ইউপি চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী ও ইউপি সদস্য আরিফুল হাসানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ।
আলোচনা শেষে মেধাবী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট, সনদপত্র ও ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা দেয়া হয়।
প্রধান অতিথি সংসদ সদস্য ডা: আনোয়ারুল আশরাফ খান দিলীপ বলেন, বর্তমান সরকার দেশকে স্মার্ট বাংলাদেশ তৈরীর ঘোষনা দিয়েছেন। আর এই স্মার্ট বাংলাদেশ গড়তে হলে স্মার্ট নাগরিক তৈরী হতে হবে। এই স্মার্ট নাগরিক তৈরী হতে গেলে মেধাবী, ভালো মানুষ ও স্মার্ট শিক্ষার্থী হিসেবে গড়ে উঠতে হবে যা আজকের এই শিক্ষার্থীদের কাছ থেকে আশা করি।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮