অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টার:
খ্রিস্টান সম্প্রদায় আনন্দ, উৎসব, প্রার্থনা, ও মিলন মেলার মধ্যদিয়ে নরসিংদীর
পলাশে বড় দিন পালন । ধর্মীয় সম্প্রীতি- শুভেচ্ছা বিনিময় ও সমবেত প্রার্থনা খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব যীশুখ্রিস্টের জন্মদিন(বড়দিন) উদযাপন উপলক্ষে কেক কাটা, আলোক সজ্জা ও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২৫ শে ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় নরসিংদী জেলার একমাত্র ধর্ম চার্চ ঘোড়াশাল পৌর এলাকার নর্দান স্কুল প্রাঙ্গনে এ. জি চার্চের আয়োজনে বড়দিন উপলক্ষে কেক কেটে যীশু খ্রিস্টের জন্মদিন উদযাপন করা হয়।
যীশু খ্রীষ্টের জন্মদিন উপলক্ষে আলোচনা সভায় ধর্মযাজক ও এ. জি চার্চের সভাপতি মাইকেল সুভাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন নরসিংদী জেলা প্রশাসক
মো:আনোয়ার হোসাইন।অতিরিক্ত পুলিশ সুপার-মো:কলিমুল্লাহ- পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা-ইশতিয়াক আহমেদ।পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা-শাহেদ আল মামুন প্রমূখ।
সভায় বক্তারা বলেন, বড়দিন শুধু একটি ধর্মীয় উৎসব নয়। বড় দিন ভালোবাসা, সহমর্মিতা, শান্তি ও মানবতার বার্তা বহন করে।
বড়দিন উপলক্ষে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে খাবার ও উপহার সামগ্রী বিতরন করা হয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮