প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৯, ২০২৫, ১০:৩৯ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৫, ২০২৫, ৮:২২ পি.এম
নরসিংদীর পলাশে চালককে গুলি করে হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টার
নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে কাভার্ডভ্যান চালক আহসান উল্লাহকে নির্মভাবে গুলি করে হত্যাকারীদের গ্রেপ্তারের দাবীতে এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে। সোমবার নরসিংদী প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন পালন করা হয় ।
মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নরসিংদী জেলা ট্রাক লরি চালাক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম, প্রাণ আরএফএল গ্রুপ এর চালক জাকির হোসেন, নিহতের স্ত্রী নূরে আলম প্রমুখ।
বক্তারা বলেন , প্রকাশ্যে গুলি করে নির্মমভাবে নিরিহ চালককে হত্যা করা হয়। দীর্ঘদিন পার হলেও মুল অভিযুক্তদের গ্রেপ্তার করতে সক্ষম হয়নি । ফলে পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতার ভুগছেন। আসামিদের অতিদ্রুত তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবী জানান ।
উল্লেখ্য, গত ১৩ এপ্রিল রাতে ঘোড়াশাল পৌরএলাকার কুমারটেক এলাকায় দোকানের পাশে বসে থাকা অবস্থায় মোটরসাইকেল যোগে এসে দুই দূর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। নিহত আহসান উল্লাহ কুমারটেক গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে। তিনি পলাশ বাগপাড়া এলাকায় অবস্থিত প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্কের কাভার্ডভ্যান চালক ছিলেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২