অরবিন্দ রায়,
নরসিংদীতে গাঁজা ও ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ীকে সদরের নাগরিয়াকান্দি ও উত্তর সাটিরপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো, ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার আমলাপাড়া গ্রামের (কমলপুর) মৃত রেহান উদ্দিনের ছেলে মো: সিরাজুল ইসলাম (৬৫) ও রায়পুরা উপজেলার মধ্যনগর গ্রামের (সুলতান মিয়ার বাড়ির ভাড়াটিয়া) মৃত তাইজুল ইসলামের ছেলের সবুজ মিয়া (৩০)।
পুলিশ সূএে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার নরসিংদী মডেল থানা পুলিশ ফাঁড়ির একটি টিম উত্তর নাগরিয়াকান্দি এলাকার ইউএমসি বালুরমাঠের সামনের পাকা রাস্তার উপর থেকে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মো: সিরাজুল ইসলামকে গ্রেপ্তার করে।
অপরদিকে, সন্ধ্যা পাঁচটা পনের মিনিটে নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) এসআই মোঃ সাইফুল ইসলাম সংগীয় অফিসার ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে উত্তর সাটিরপাড়ার সিরাজ ফকির মাজার মোড়ে চেকপোষ্ট পরিচালনা করেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।
গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনেমামলা দায়ের করা হয়েছে ।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮