অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টার
নরসিংদীতে বিশেষ অভিযান চালিয়ে ৪৬ কেজি গাঁজা ও একটি পিকআপ জব্দসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব ১১ সিপিএসসি। সোমবার -২৪ ফেব্রুয়ারি- নরসিংদী সদরের নতুন বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত হলো বরিশালের মুলাদী উপজেলার খাসের হাট গ্রামের আজিজ ঘরামির ছেলে রাকিব ঘরামি -২৮- ঢাকার কেরানীগঞ্জের আগানগর এলাকার আলেক নূর হোসের ছেলে মিলন হোসেন -৩১- ও গোপালগঞ্জের কাশিয়ানী থানার রাতই এলাকার মো: ইমান আলী শেখের ছেলে আলামিন শেখ।
র্যাব-১১ সিপিএসসি ক্যাম্প কমান্ডার মেজর সাদমান ইবনে আলম গণমাধ্যমে জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেপ্তার করা আসামীদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে পিকআপে করে নরসিংদী জেলার বিভিন্ন স্থানে অবৈধ মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নরসিংদী সদর থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও জানান, র্যাব -১১ গত বছরের পাঁচ আগস্ট থেকে আজ পর্যন্ত হত্যা, অপহরণ,ধর্ষণ ও ছিনতাইকারীসহ বিভিন্ন মামলায় মোট ৩২২ জনকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়েছে। পাশাপাশি অপহরণ হওয়া ভিকটিম উদ্ধার, অস্ত্র, গোলা বারুদ ও বিপুল পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার করা হয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮