অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টার
নরসিংদীতে যথাযোগ্য মর্যাদায় মহান শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। একুশে প্রভাত ফেরীতে
জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী, নরসিংদীর পুলিশ সুপার আব্দুল হান্নান, সিভিল সার্জন ডা.সৈয়দ আমিরুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক -শিক্ষা ও আইসিটি- ফারজানা আলম সহ রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, জেলা ও উপজেলার বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা, কর্মচারীরা একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পন করে শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন।
১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি তৎকালীন পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা করার দাবিতে ঢাকায় আন্দোলনরত বাঙালি ছাত্রদের উপর পুলিশের গুলি বর্ষন করে। এতে রফিক উদ্দিন আহমেদ, আবুল বরকত, আব্দুল জব্বার, আব্দুল সালাম, শফিকুর রহমান, আব্দুল আউয়াল, সহ অনেকেই ব ভাষা আন্দোলনে শহীদ হন।
১৯৯৯ সাল থেকে একুশে ফ্রেরুয়ারীকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে ঘোষণা করা হয়। জাতিসংঘের সদস্য দেশ সমূহে যথাযথ মর্যাদায় মাতৃভাষা দিবস পালন করে আসছে।
একুশে ফেব্রুয়ারি বাঙ্গালী জাতির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। মাতৃ ভাষার জন্য যারা জীবন দিয়েছিলেন বাঙ্গালী জাতি আজও তাদের শ্রদ্ধা ভরে স্মরন করেন।
একুশে ফ্রেরুয়ারীতে শহীদদের স্মরণে প্রভাত ফেরী, কালো ব্যাচ পড়া , শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ, শহীদদের জন্য দোয়া, কবিতা আবৃত্তি, চিএান্কন প্রতিযোগিতা, আলোচনা সভা সহ নানা আয়োজনের মধ্য দিয়ে নরসিংদী শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮