অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টার
নরসিংদী প্রেসক্লাবের সামনে শহীদ জিয়া পরিষদের উদ্যেগে দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে মঙ্গলবার মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে ।
মানববন্ধনে বক্তব্য রাখেন শহীদ জিয়া পরিষদ, নরসিংদী জেলা শাখার সভাপতি মোঃ শামীম রানা, সিনিয়র সহ সভাপতি আজিজুল হক শিহাব, সাধারণ সম্পাদক ফাতিন আলম নাফি, দফতর সম্পাদক সারোয়ার হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মুন্না, নরসিংদী শহর শাখার সভাপতি অর্পন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইমন।
মানববন্ধনে বক্তারা বলেন, ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে। সেই সঙ্গে কঠোর আইন প্রয়োগ করতে হবে। দেশের নানা প্রান্তে ধর্ষণের ঘটনা ঘটছে, বিচার হচ্ছে না। দ্রুত সময়ের মধ্যে ট্রাইব্যুনাল গঠন করে ধর্ষকদের বিচারের আওতায় আনতে হবে। এসময় মানবন্ধনে ‘আমার সোনার বাংলায় ধর্ষকের ঠাঁই নাই’, ‘সারা বাংলায় খবর দে, ধর্ষকের কবর দে’, ‘প্রতিরোধের আগুন বুকে, ধর্ষকদের রুখে দাও’, ‘ধর্ষকদের কালো হাত, ভেঙে দাও এসব স্লোগান দিতে থাকে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮