অরবিন্দ রায়,
নরসিংদীতে আবারও ভূমিকম্পে মানুষের মাঝে ব্যাপক আতন্ক সৃষ্টি হয়েছে। শনিবার রাত ৬ টা ৬ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের উৎপত্তি স্হল নরসিংদী থেকে ১১ কিলোমিটার পশ্চিমে পলাশ ঘোড়াশাল । ভৃ- পৃষ্ঠ থেকে গভীরতা ১০ কিলোমিটার গভীরতা ছিল। ভূমিকম্পের মাএা ছিল ৩ দশমিক ৭। মুহূর্তেই মানুষ দৌড়ে রাস্তায় বের হয়ে আসে। খোলা জায়গায় নারী পুরুষ ও শিশুসহ স্হানীয় বাসিন্দারা। এলাকায় মানুষের মধ্যে ব্যাপক উৎকন্ঠা দেখা দেয়।
ভূমিকম্পে শহরের মানুষের আতন্ক ছড়িয়ে পড়লে বাজার এলাকা , বাস স্টেশন,রেল স্টেশন, ডিসি রোড়, কলেজ রোড়, আবাসিক এলাকার মানুষ হুরোহুরি করে রাস্তায় বেরিয়ে আসে।
ভূমিকম্পে নরসিংদীতে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। জেলার প্রায় সব উপজেলায় ক্ষয়ক্ষতি হয়েছে। নরসিংদী শহরের অনেক ভবন ফেটে ও হেলে পড়েছে।পলাশ, শিবপুর, রায়পুরা, মনোহরদী, বেলাব ও মাধবদীতেও বহু ভবনে হয় ফাটল দেখা দিয়েছে।
২২ নভেম্বর শনিবার ১০ টা ৩৬ মিনিটে ভূমিকম্প হয়। ভূমিকম্পের মাএা ছিল ৩ দশমিক ৩ মাএা। উৎপত্তির স্হল নরসিংদীর পলাশ।
নরসিংদী ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) সকালে ১০টা ৩৮ মিনিটে অনুভূত এ ভূকম্পনের উৎপত্তি নরদিংসদীর মাধবদীতে।
শিক্ষক আনোয়ার হোসেন জানান, ভূমিকম্পে আতঙ্কের মধ্যে রাত পৌনে ৯ টা পর্ষন্ত বাসার বাইরে অবস্থান করছি।
ভূমিকম্পে মানুষের মনে ভয় রেখে গেছে। অনেক পরিবার গত রাত আতন্কে ঘুমাতে পারেননি । কয়েকটি স্হানে নতুন করে বিল্ডিংয়ের ফাটল দেখা গিয়েছে বলে জানা গেছে। বহুতল ভবন থেকে অনেক মানুষ নিরাপদ স্হানে চলে যাচ্ছে।
এদিকে কিছু গুজব ছড়িয়ে পড়ছে। কেউ কেউ বলছেন আবার রাত, ৯ টা, রাত সাড়ে ১০টা, রাত ১ টায় ভূমিকম্প হবে। যদিও এসব কথার কোন ভিত্তি নেই। তবু্ও মানুষের মধ্যে আতন্ক ছড়িয়ে পড়েছে। মানুষ বাসা বাড়িতে ফিরতে সাহস পাচ্ছে না। খোলা আকাশের নিচে অবস্থান করছে। গুজব থেকে মুক্তি পেলে শান্তি পাব বললেন এক ব্যক্তি।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮