সি:স্টাফ রিপোর্টার চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, “নতুন বছর হোক গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার ও ভোটাধিকার রক্ষার বছর। তিনি বলেন, আমরা আমাদের সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত হয়েছি। এই বছর যেন আমাদের ভোটাধিকার পুনরুদ্ধার ও গণতন্ত্র প্রতিষ্ঠার বছর হয়।
তিনি এই মন্তব্য করেন ১৪ এপ্রিল সোমবার , পহেলা বৈশাখ ১৪৩২ পাঁচলাইশ আবাসিক কল্যাণ সোসাইটির উদ্যোগে আয়োজিত নববর্ষ বরণ অনুষ্ঠানে, যা অনুষ্ঠিত হয় পাঁচলাইশের জুলাই স্মৃতি উদ্যান (পুরাতন জাতিসংঘ পার্ক- প্রাঙ্গণে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেয়র ডা. শাহাদাত হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার আমিরুল ইসলাম, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক রিয়াজুল আনোয়ার চৌধুরী সেন্টু, পাঁচলাইশ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সোলায়মান, কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. আবু সাইদ সেলিম, সহ-সম্পাদক সৈয়দ নাজ্জাম আহমদ বাবু, এক্সিকিউটিভ মেম্বার মো. নিজাম উদ্দিন, সৈয়দ নাসিম, মোহাম্মদ নজরুল আজাদ, মোহাম্মদ কায়সার, মোহাম্মদ নাদিম আহমদ, মহানগর বিএনপি’র সদস্য কামরুল ইসলাম, মো. লোকমান, নুরুদ্দিন আহমেদ রাজা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তব্যের এক পর্যায়ে মেয়র জলবায়ু পরিবর্তনের বিষয়টি উল্লেখ করে বলেন, “বৈশাখে যেমন হঠাৎ বৃষ্টি নামে, তেমনি ঋতুগুলোর সীমানা গুলিয়ে যাচ্ছে। আমরা যেমন প্রাকৃতিক ভারসাম্য হারাচ্ছি, তেমনি হারাচ্ছি রাজনৈতিক ভারসাম্যও।
অনুষ্ঠানে তিনি উপস্থিত সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আহ্বান জানান, “আসুন সবাই মিলে একটি গণতান্ত্রিক, মানবিক এবং ন্যায়ভিত্তিক সমাজ গড়ি।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮