প্রিন্ট এর তারিখঃ জুলাই ৩০, ২০২৫, ৮:৪৬ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৯, ২০২৪, ১২:২৬ পি.এম
নতুন রূপে ক্যাম্পাসের দেয়ালে গ্রাফিতি আঁকছেন শিক্ষার্থীরা।।

জাবির আহম্মেদ জিহাদ
স্টাফ রিপোর্টার।।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর থেকে শিক্ষার্থীরা কাজ করছেন নতুন বাংলাদেশ বিনির্মাণে।
আন্দোলনে আহত এবং নিহতদের স্মরণে তাদের স্মৃতিকে ধরে রাখতে জামালপুরের স্কুল- কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের দেয়ালে দেয়ালে চিত্রাঙ্কনের মাধ্যমে তুলে ধরছেন ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার বর্ণনা।
জামালপুরের বঙ্গমাতা শেখ ফজিলতুন্নেসা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়- সরকারি আশেক মাহমুদ কলেজ- সরকারি ইসলামপুর কলেজ- জামালপুর জিলা স্কুল- জামালপুর জাহিদা শফির মহিলা কলেজ সহ জেলার গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে শিক্ষার্থীরা মেতে উঠেছে দেয়াল লিখনে।
শিক্ষার্থীদের গ্রাফিতিতে বুঝানো হচ্ছে- কোনো জুলুমবাজ শাসককে তারা মেনে নেয় না। অনিয়ম আর পরাধীনতার বিরুদ্ধে তাদের আমৃত্যু অবস্থান। সমতা আর ভ্রাতৃত্বের বন্ধনে সবাই একসঙ্গে থাকতে চায়।
সোহানুর রহমান, অথসি কর্মকার- ফেরদাউস- রিক্তা মনি সহ শিক্ষার্থীরা বলেন- আমরা দেয়ালে দেয়ালে প্রতিবাদী ভাষা দিয়ে গ্রাফিতির চিত্র তুলে ধরার চেষ্টা করছি। আমাদের নিজেদের টাকা দিয়ে আমরা রং- তুলি- ব্রাশ কিনে দেয়াল লিখনের কাজ শুরু করেছি। আমাদের এ কাজে বেশ কিছু শিক্ষার্থীরা সহযোগিতা করছে। প্রায় সারাদিনই আমরা সবাই দেয়ালে গ্রাফিতির চিত্র অঙ্কনের কাজ করছি।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২