মো. রাসেল শেখ
জেলা প্রতিনিধি নড়াইল।।
নড়াইল পৌরসভার ১ নং ওয়ার্ড কাউন্সলির ও পৌরসভার ১নং ওর্য়াড স্বেচ্ছোসবেক
লীগের সভাপতি এম ইকবাল আলম জুয়েলকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে শনিবার
-২১ সেপ্টেম্বর- সকালে আদালতে সোপর্দ করা হয়েছে। ইকবাল আলম জুয়লে নড়াইল
পৌরসভার ডুমুরতলা গ্রামের হাজী মোহাম্মদ শামসুল আলমের ছেলে। বৈষম্য
বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার অভিযোগ করা মামলায় তাকে শুক্রবার -২০
সেপ্টম্বর- সন্ধ্যায় পৌরসভার ডুমুরতলা থেকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়- শুক্রবার সন্ধ্যায় নড়াইল পৌরসভার ডুমুরতলায় নিজ বাড়ি থেকে কাউন্সলির জুয়লেকে
গ্রেফতার করা হয়েছে। শেখ হাসিনা সরকারের পদত্যাগের দাবিতে গত -৪ আগস্ট-
সদর উপজলোর নাকসি বাজার থেকে বের হওয়া বৈষম্য বিরোধি ছাত্র আন্দোলনের
একটি মিছিলে হামলা করার অভিযোগে নড়াইল-২ আসনের সাবেক সংসদ সদস্য
মাশরাফী বিন মোত্তজাসহ ৯০ জনের নাম উল্লখে করে গত -১০ সেপ্টেম্বর- নড়াইল সদর
থানায় উপজেলা বিএনপির সদস্য সচিব মুজাহিদুর রহমান পলাশ মামলাটি দায়ের
করেন। ওই মামলায় ৩৪ নম্বর আসামী কাউন্সলির জুয়েল। নড়াইল সদর থানার ওসি
মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন- মিছিলে হামলার অভিযোগে করা মামলার আসামি
কাউন্সলির জুয়লেকে গ্রেফতার করা হয়েছে। তাকে শনিবার সকালে আদালতে
সোর্পদ করা হয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮