প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৭, ২০২৫, ২:৫৩ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৪, ২০২৫, ৭:৫২ পি.এম
নগরীর পাঁচলাইশ থানার খুনসহ ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী গ্রেফতার

ইসমাইল ইমন চট্টগ্রাম:
চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানা এলাকায় হত্যা ও ডাকাতি মামলার পলাতক আসামি
হুমায়ন কবির’কে ঢাকার উত্তরা এলাকায় হতে র্যাব-৭, চট্টগ্রাম এবং র্যাব-১, ঢাকা।
র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানার মামলা নং-২৩(৮)০৬, ধারা- ৩৯৬/২০১ পেনাল কোড ১৮৬০ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ হুমায়র কবির প্রকাশ কবির ঢাকা মহানগরীর উত্তরা পূর্ব থানা এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে ২৩ জুলাই বুধবার, আনুমানিক ০৫:৪০ মিনিটে র্যাব-৭, চট্টগ্রাম, এবং র্যাব-১, ঢাকা এর যৌথ আভিযানিক দল ঢাকা মহানগরীর উত্তরা পূর্ব থানাধীন ০৪নং সেক্টর এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ হুমায়ন কবির প্রকাশ কবির (৬২), পিতা- আব্দুল গফুর হাওলাদার, সাং- চন্দ্র নগর,থানা- বায়েজিদ বোস্তামী, জেলা- চট্টগ্রাম’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
উল্ল্যখ্য যে, সিডিএমএস পর্যালোচনা করে গ্রেফতারকৃত আসামী মোঃ হুমায়ন কবির প্রকাশ কবির এর বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী, পাঁচলাইশ এবং ডাবলমুরিং থানায় চুরি এবং ডাকাতি সংক্রান্তে ০৪টি মামলার তথ্য পাওয়া যায়।
গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরর্বতী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২