মামুন মিঞা, ফরিদপুর:
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় ১১ নভেম্বর মঙ্গলবার বিকাল ১ টার সময় চরযশোরদী ইউনিয়নের বাঘাট গ্রামে ধান মাড়াই করার সময় ধানের ধুলো যাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ৭ জন আহত হয়।
আহতদেরকে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন ১। অসীম বিশ্বাস(৩৯),
২।গোপাল বিশ্বাস ৩।নেপাল বিশ্বাস উভয়
পিতা চিত্তরঞ্জন বিশ্বাস, ৪।ফয়সাল মাতুব্বর (২৬) পিতা :- ফারুক মাতুব্বর,৫। অমল মন্ডল (৩৫),৬। প্রদীপ মন্ডল (৩০),পিতা:- অনিল মন্ডল, ৭। মিনু মন্ডল (৬০),স্বামী অনিল মন্ডল, সর্ব সাং বাঘাট,থানা- নগরকান্দা, জেলা :- ফরিদপুর।
আহত অসীম বিশ্বাস বলেন" বাড়ির পাশে আমার চাচা সত্য রঞ্জনের মাঠ থেকে ধান কেটে ফয়সাল মাতুব্বর এর মাড়াই কলে ধান মাড়াইর সময় ধুলো বাতাসে পাশের অনিল মন্ডলের বাড়ি যায়। তাদের রান্না করা ভাত নষ্ট হয় বলে চিল্লাচিল্লি করে।আমরা ধান মাড়াই বন্ধ করে দেই তবুও তারা আরো চিল্লায়।আমরা তাদের গালাগালি করতে নিষেধ করি। এক পর্যায়ে তারা আরো উত্তেজিত হয়ে দেশীয় অস্ত্র লাঠিসোঁটা, চাকু, হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে।আমাকে চাকু দিয়ে কুপিয়ে আহত করে"।
এবিষয় থানার মামলার প্রস্তুতি চলছে।
অপরদিকে অনিল মন্ডলের স্ত্রী মিনু মন্ডল বলেন" ধান মাড়াইর সময় ধুলা এসে ভাত নষ্ট হয়।আমরা তাদের অন্যদিকে ঘুরিয়ে ধান মাড়াই করতে বলি।তাদের কেন নিষেধ করলাম তারা আমার বাড়িতে এসে আমাকে কুপিয়ে গুরুতর আহত করে এবং আমার দুই ছেলেকে এলোপাতাড়ি পিটিয়ে মাথা ফাটিয়ে দেয়।তারা ফরিদপুর হাসপাতালে ভর্তি আছে। আমরাও তাদের নামে মামলা করবো"।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮