মো: আব্দুর রহিম শরীয়তপুর প্রতিনিধি :
শরীয়তপুরের নড়িয়া উপজেলার নওপাড়া ইউনিয়ন জাতীয়তাবাদী যুবদলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠিত করা হয়েছে। এতে মহসিন সরদারকে আহবায়ক ও মো. সুমন মাহমুদ খানকে সদস্য সচিব নির্বাচিত করে এই কমিটি গঠন করা হয়।
গত ৪ জুলাই নড়ীয়া উপজেলা যুবদলের এক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন ,সিনিয়র যুগ্ম আহবায়ক,সাজেদুল ইসলাম লোটাস
যুগ্ম আহবায়ক, তাকবীর হাওলাদার, জাফর খান, স্বপন চোকদার, মনির হোসেন মালত, সুমন হাওলাদার, নওশেদ চোকদার, রাসেল মাদবর, সবুজ মালত, সাইফুল ইসলাম মিন্টু, উজ্জল তাতি, রাজিব বেপারী, সেকুল তপদার, মজিবর শিকদার
সদস্য, নাজমুল দেওয়ান, নাসির খান, আক্তার গাজি, রবিন, ফিরোজ তাতি, নূর হোসেন মোল্লা, শাহজালাল সরদার, রাষ্ট্র বেপারী, মানিক শনি, রাজিব তপদার, কামাল বেপারী, বাদল মালত, মামুন পাইক, মিনিস্টার খান, রানা তপদার।
তরুণ, মেধাবী ও নিষ্ঠাবান এই নেতাকে ঘিরে নেতাকর্মীদের মাঝে নতুন আশার সঞ্চার হয়েছে। স্থানীয় নেতারা বলছেন, তার মতো একজন সৎ ও সাহসী সংগঠককে সদস্য সচিব হিসেবে পাওয়া সংগঠনের জন্য আশীর্বাদ।
সদস্য সচিব মোঃ সুমন মাহমুদ খান বলেন,
“এই কমিটি শুধু আনুষ্ঠানিকতা নয়, আমরা রাজপথে থেকে প্রমাণ করব যে যুবদলই বিএনপির প্রাণ। সংগঠনের প্রতি ভালোবাসা থেকেই কাজ করে যাচ্ছি। এবার আরও সাংগঠনিকভাবে মাঠে থাকব। প্রতিটি ওয়ার্ডে যুবদল পুনর্গঠনের দ্রুত কাজ শুরু করব।”
উপজেলা যুবদলের নেতারা নতুন কমিটিকে স্বাগত জানিয়ে বক্তব্যে বলেন,“সুমন মাহমুদ খানের নেতৃত্বে যুবদল আরও সংগঠিত ও আন্দোলনমুখী হবে। তারা আশা প্রকাশ করেন, তারেক রহমানের নির্দেশনায় এই কমিটি তৃণমূল পর্যায়ে গণসংযোগ, সদস্য সংগ্রহ ও ওয়ার্ডভিত্তিক সংগঠন গঠনের মাধ্যমে বিএনপির রাজনীতিকে আরও গতিশীল করবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮