প্রিন্ট এর তারিখঃ মার্চ ১২, ২০২৫, ১২:২৩ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১০, ২০২৫, ৪:৪৩ পি.এম
ধর্ষণের প্রতিবাদে পিরোজপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

শাহিন ফকির
মাগুরার আছিয়া ধর্ষণসহ দেশব্যাপী নারী নির্যাতন, ধর্ষণ ও হত্যার বিরুদ্ধে পিরোজপুরে সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার -১০ মার্চ- সকাল ১১টায় পিরোজপুরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাসস্ট্যান্ডে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা ধর্ষণের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। তাদের স্লোগানগুলোর মধ্যে ছিল— তুমি কে? আমি কে? আছিয়া, আছিয়া", "We want justice, no more rapist একটা একটা ধর্ষক ধর, ধইরা ধইরা বিচার কর- আমার বোনের কান্না, আর না আর না", "আমার সোনার বাংলায়, ধর্ষকদের ঠাঁই নাই" এবং "ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি দিতে হবে"।
বিক্ষোভকারীরা ধর্ষণবিরোধী নানা প্ল্যাকার্ড বহন করেন এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান।
সমাবেশে বক্তারা বলেন, "একটি সুষ্ঠু ও নিরাপদ বাংলাদেশের স্বপ্ন নিয়ে ছাত্রসমাজ আন্দোলনে নেমেছিল। কিন্তু এখনো নারীরা নিরাপদ নয়। শিশু থেকে গৃহবধূ—কেউই ধর্ষকদের হাত থেকে রেহাই পাচ্ছে না। আমরা এমন বাংলাদেশ চাইনি, যেখানে নারীরা নির্যাতনের শিকার হবে।"
তারা দ্রুত বিচার আইনের আওতায় ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করার দাবি জানান। বক্তারা এক সপ্তাহের মধ্যে অপরাধীদের বিচার ও শাস্তি বাস্তবায়নের আহ্বান জানান এবং নারীর নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি করেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২