বিকেল ৩ টার দিকে এই অভিযান পরিচালিত হয়।সাম্প্রতিক কয়েক বছরে উল্লেখযোগ্য ভাবে লক্ষ্য করা যাচ্ছে যে রমজান মাস আসলেই কিছু অসাধু ব্যবসায়ী এবং সিন্ডিকেট চক্র মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের অতিরিক্ত দাম বাড়িয়ে দেয়। এসব পন্য সামগ্রি স্বল্প আয়ের মানুষেরা এবং মধ্যবিত্তরা ক্রয় করতে তাদের নাভিশ্বাস উঠে। রমজান মাসে কাচামাল পন্য, তরিতরকারি, মুরগির মাংস, গরুর মাংস, মুরগির ডিম, আলু,পেয়াজ,ছোলা বুট, খেজুর, মুড়ি, ভোজ্য তেল সব অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়ে যায়।
যার ফলে অনেক নিত্য পন্য সাধারণ মানুষের নাগালের বাহিরে চলে যায়। আর এই রমজান মাসকে পুঁজি করে অসাধু ব্যবসায়ী ও সিন্ডিকেট চক্র, অধিক মুনাফাখোর মানুষ লক্ষ্য লক্ষ্য কোটি কোটি টাকা হাতিয়ে নেয়। সাধারণ মানুষ এসব সিন্ডিকেটদের কারণে পরিবারের প্রয়োজনীয় জিনিসপত্র গুলো ক্রয়ে হিমসিম খাচ্ছে প্রতিনিয়ত। বর্তমানে দেশের পরিস্থিতি বিবেচনা করে অর্ন্তবর্তীনকালীন সরকার এসব সিন্ডিকেট ভাঙার লক্ষ্যে এবং জনগনকে তাদের ন্যায্য পন্য পাওয়া নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছেন এবং সেই সাথে প্রসাশনকে নির্দেশনা প্রদান করেছেন। সরকারের এমন নির্দেশনা বাস্তবায়নের জন্য নরসিংদী নির্বাহী ম্যাজিস্ট্যাট বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে যাচ্ছেন। সেই অভিযানের একটি অংশ বিশেষ ছিলো সোমবারের পরিচালিত অভিযানটি। ভোজ্য তেল সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সরকার কর্তৃক নির্ধারিত মূল্যের চেয়েও অধিক মূল্যে বিক্রিয় করা এবং মুদি ও কাচামালের দোকানে মূল্য তালিকা না থাকায় বিভিন্ন দোকানীদের কে সতর্কতা হিসেবে আর্থিক জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন নরসিংদীর সিনিয়র সহকারী কমিশনার জনাব সাইফুল ইসলাম এবং সহকারী কমিশনার জনাব হাসান পাটোয়ারী । এই সময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পুলিশ, সংবাদ কর্মী এবং সেনাবাহিনীর সদস্যগন।
অভিযান পরিচালনার শেষে বিজ্ঞ ম্যাজিস্ট্যাট সাংবাদিকদের জানান যে এটি উনাদের নিয়মিত অভিযানের একটি, এই অভিযানে ভোক্তাদের সরকার কর্তৃক নির্ধারিত মূল্য অনুযায়ী পন্য সামগ্রি ক্রয় করতে পারে সেই বিষয়ে নিশ্চিত করার জন্য পরিচালিত হয়। কোন অসাধু ব্যবসায়ী যেন রমজান মাসকে পুঁজি করে ভোক্তার কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করতে না পারে সেই লক্ষ্যে তাদের অভিযান চালিয়ে যাচ্ছেন। উনি আরও জানান যে ভোক্তাদের ন্যায্য মূল্যে তাদের পন্য সরবরাহের জন্য উনারা কাজ করে যাচ্ছেন এবং তিনি আরও জানান যে এই রকম অভিযান অভ্যাহত থাকবে। ভোক্তাদেরকে তিনি আহবান জানান যে অতিরিক্ত অর্থ দিয়ে যেন পন্য সামগ্রি না ক্রয় করে এবং সেই সাথে কোন জায়গায় যদি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি অর্থ আদায় করা হয় তাহলে অবশ্যই এই বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্যাট কে জানানো হয়। এই সংক্রান্ত কোন অভিযোগ জানানো হলে উনারা দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহন করবেন বলে নিশ্চিত করেছেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮