প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৪, ৮:১৪ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১০, ২০২৪, ৯:৩৫ এ.এম
দৌড়াতে গিয়ে ট্রেনে কাটা পড়ে ইপিজেড কর্মীর মৃত্যু।।
পাবনা প্রতিনিধি।।
পাবনার ঈশ্বরদীর পাকশী রেললাইনে দুই যুবক দৌঁড়াতে গিয়ে ট্রেনে কাটা পড়ে তানজিত আহমেদ রাতুল -১৮- নামের এক ইপিজেড কর্মী মারা গেছেন। এ সময় গুরুতর আহত হন আলিপ -১৮- নামের আরেক যুবক।
শনিবার রাত আনুমানিক ১০টার দিকে পাকশী রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
মৃত ব্যক্তি হলেন- রাজশাহী চারঘাট উপজেলার বনকিশোর গ্ৰামের মো. জিয়ারুল ইসলামের ছেলে তানজিদ আহমেদ রাতুল। আহত জন হলেন, ঈশ্বরদী উপজেলার বড়ইচরা এলাকার মো. মাহাবুবের ছেলে আলিপ হোসেন।
তারা দুজনই ঈশ্বরদী ইপিজেডে তিয়ানি কোম্পানির অপারেটর হিসেবে কর্মরত। আহত আলিপ ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
আলিপ হোসেন বলেন- প্রতিদিনই আমরা দুই বন্ধু রাতে দৌঁড়াইতাম। ইপিজেড ছুটির পরে রাতুলের সঙ্গে সিদ্ধান্ত নেই রাতে আমরা দৌঁড়াব। সেই সিদ্ধান্ত মোতাবেক ইপিজেড গেট থেকে দৌড়ানো শুরু করে একপর্যায়ে রুপপুর সাঁকো মুখ থেকে পাখি রেললাইনের ওপরে উঠে ভেঁড়ামারার দিকে দৌঁড়ানো শুরু করি।
কিছু দূর যাওয়ার পরে দেখতে পাই যে ট্রেন আসছে। কিন্তু ঠিক বুঝে উঠতে পারি না কোন লাইন দিয়ে ট্রেনটি আসছে। এর জন্য বাম সাইড দিয়ে দৌঁড়াচ্ছিলাম আমি আর রাতুল। রাতুল রেললাইনের মাঝামাঝি ছিল আর আমি সাইড দিয়ে দৌঁড়াচ্ছিলাম। হঠাৎ ট্রেনের ধাক্কায় আমি ছিটকে পড়ি।
ট্রেন চলে গেলে দেখতে পাই রাতুল ট্রেনে কাটা পড়ে কয়েক টুকরা হয়ে ঘটনাস্থলে মারা গেছে। তখন আমি হতভম্ব হয়ে ওখানে বসে পড়ি। পরে স্থানীয় লোকজন খবর পেয়ে আমাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা -ওসি- জিয়াউল রহমান বলেন- ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে এমন খবরের সংবাদে ঘটনাস্থলে রেলওয়ে থানা পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে থানাতে নিয়ে আসে।
নিহতের পরিবারের কোনো দাবি না থাকাতে তার পরিবারের কাছে মরদেহটি হস্তান্তর করা হয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২