চট্টগ্রাম ব্যুরো:
ঢাকায় দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার–এর কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং ইংরেজী দৈনিক নিউ এইজ সম্পাদক ও বাংলাদেশ সম্পাদক পরিষদের সভাপতি নুরুল কবিরকে হেনস্তা করার ঘটনায় চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (সিএমইউজে) তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করছে।
এক বিবৃতিতে সিএমইউজের সভাপতি মোহাম্মদ শাহনওয়াজ ও সাধারণ সম্পাদক সালেহ নোমান বলেন- গণমাধ্যম ও সাংবাদিকদের ওপর এ ধরনের সহিংস আক্রমণ স্বাধীন সাংবাদিকতা, মতপ্রকাশের স্বাধীনতা এবং গণতান্ত্রিক মূল্যবোধের ওপর সরাসরি আঘাত। সংবাদ প্রকাশ বা মতভিন্নতার অজুহাতে গণমাধ্যমে হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।
সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, আধিপত্যবাদ বিরোধী বিপ্লবী শহীদ ওসমান হাদীর মৃত্যূর ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করার জন্য ঢাকার কাওরান বাজারে পত্রিকা দুটির কার্যালয়ে পরিকল্পিতভাবে হামলা হয়েছে। উদ্বেগের বিষয় হলো, অতীতেও চট্টগ্রামে দৈনিক আমার দেশ, দৈনিক নয়া দিগন্ত, দৈনিক সংগ্রাম, দৈনিক কর্ণফুলী অফিসসহ বিভিন্ন গণমাধ্যম কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। কিন্তু এসব ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে কার্যকর বিচার না হওয়ায় অপরাধীরা বারবার একই ধরনের ঘটনা ঘটছে। গণমাধ্যমের কণ্ঠরোধ করে যেমন কোনো সমাজ বা রাষ্ট্র কখনোই টেকসই হয় না। তেমনি আধিপত্যবাদ ও ফ্যাসিবাদের পক্ষে বয়ান তৈরীও কোন গণমাধ্যমের কাজ হতে পারে না।
বিবৃতিতে সিএমইউজে নেতৃবৃন্দ বলেন, প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা ও অগ্নিসংযোগ এবং নুরুল কবিরকে হেনস্তার ঘটনার তদন্ত, ঘটনার সঙ্গে জড়িত সকলকে অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান, অতীতে চট্টগ্রামে দৈনিক আমার দেশসহ বিভিন্ন গণমাধ্যম কার্যালয়ে হামলা ও ভাঙচূরের সঙ্গে সংশ্লিষ্টদের বিচারের আওতায় আনাও গণমাধ্যম ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য আমরা জোর দাবি জানাচ্ছি।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮