প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২১, ২০২৪, ১০:৩৯ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৮, ২০২৪, ৫:২১ এ.এম
দেশে নির্বাচন যত তাড়াতাড়ি করা যাবে ততই এদেশের কল্যাণ হবে- মির্জা ফখরুল ইসলাম।।
মো.ইমরান হোসেন
স্টাফ রিপোর্টার।।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে নির্বাচন যত তাড়াতাড়ি করা যাবে ততই এদেশের কল্যাণ হবে। যত তাড়াতাড়ি সম্ভব পার্লামেন্ট নির্বাচনের ব্যবস্থা করে নির্বাচিত প্রতিনিধিদের হাতে জনগণের ক্ষমতা হস্তান্তর করতে হবে। আমরা একটি বৈষম্যহীন সাম্যের বাংলাদেশ দেখতে চাই। কল্যাণকর রাষ্ট্র নির্মাণ করতে চাই। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা সবাই যাতে সজাগ থাকি। শেখ হাসিনা পালিয়ে গেলেও এখনো সংকট কাটেনি। শিল্প এলাকায় তাদের লোকজন অশান্তি সৃষ্টি করছে। দুর্গাপূজাকে কেন্দ্র করে তারা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে, আপনারা সজাগ থাকবেন। আমরা হিন্দু ভাইদের পাশে দাঁড়িয়েছি।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন- শেখ হাসিনা পালিয়ে গেলেও এখনো সংকট কাটেনি। দ্রুত প্রশাসনের সব ইউনিটকে সংস্কার করে দেশকে একটি গ্রহণযোগ্য নির্বাচনের উপযোগী করতে হবে। শুক্রবার বিকেলে গাজীপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল -অব.- আ. স. ম হান্নান শাহ'র ৮ম মৃত্যুবার্ষিকীর স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম বলেন- হান্নান শাহর চলাফেরা ছিল সেনা কর্মকর্তার মতো কিন্তু তিনি আপদমস্তকে একজন গণতন্ত্রমনা নেতা ছিলেন। তিনি গণতন্ত্রের পক্ষে সব সময় কথা বলেছেন। আজীবন তিনি গণতন্ত্রের জন্য লড়াই করেছেন।
উপজেলার কাপাসিয়া পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিকেল ৩টায় কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলনের সভাপতিত্বে ও কাপাসিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা খন্দকার আজিজুল রহমানের সঞ্চালনায় স্মরণসভায় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক কামরুজ্জামান রতন- ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু, নজরুল ইসলাম আজাদ- সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বাচ্চু, জামায়াতের কেন্দ্রীয় নেতা মাওলানা শেফাউল হক, বিএনপির কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান- ওমর ফারুক সাফিন- গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার, গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মরহুম আ. স. ম. হান্নান শাহর ছেলে শাহ রিয়াজুল হান্নান ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
মির্জা ফখরুল ইসলাম আরো বলেন, যারা একদিন খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাগারে পাঠিয়েছিল,- তাদেরকেই আজকে দুর্নীতির দায়ে গ্রেফতার করে পুলিশ কারাগারে পাঠাচ্ছে। এটা আল্লাহর বিধান। যে শেখ হাসিনা অত্যন্ত বাগাড়ম্বর করে বলেছিল যে আমি শেখ মুজিবুর রহমানের মেয়ে, আমি পালাতে জানি না। উত্তাল ছাত্র-জনতা সুনামি যখন শুরু করেছিল সেই শেখ হাসিনা তখন অতি দ্রুত গণভবন থেকে বেরিয়ে পালিয়ে গেছে।
অনুষ্ঠানের আগে বিএনপি'র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে হান্নান শাহর কবর জিয়ারত করেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২