অরবিন্দ রায়
স্টাফ রিপোর্টার।।
নরসিংদীর দেশের বৃহত্তম পাইকারী কাপড়ের বাজার শেখেরচর বাবুরহাটে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। রবিবার দিবাগত রাত সাড়ে টার দিকে বাজারের সাটিং পট্টিতে এই অগ্নিকান্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০ টি ইউনিট প্রায় ৩ ঘন্টার চেষ্ঠায় রাত ২ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে প্রায় শতাধিক দোকান ভস্মিভূত হয়েছে।
নরসিংদী ফায়ার সার্ভিস জানিয়েছে, রবিবার রাত সাড়ে ১১ টার দিকে অগ্নিকান্ডের খবর পান তারা। এরপর ৭ মিনিটের মধ্যে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের নরসিংদী সদর, মাধবদী, পলাশ, মনোহরদী ও আড়াইহাজারের ১০ টি ইউনিট কাজ করে।
কিন্তু বাজারের ভিতরের সড়ক সরু থাকায় ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশ করতে পারেনি। ফলে আগুনের তীব্রতা বেড়ে যায়। প্রায় ৩ ঘন্টা চেষ্টা চালিয়ে রাত ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
নরসিংদী ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আবুল কালাম আজাদ জানান, তাৎক্ষনিক ভাবে আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে জানা যায়নি
ব্যবসায়ীরা জানায়, ইতোমধ্যে আগুনে শতাধিক কাপড়ের দোকান ও দোকানে থাকা মালামাল পুড়ে গেছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮