বিজয় চৌধুরী,
দীর্ঘ সময় পর দেশের পথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁর প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজধানীর বিমানবন্দর সড়কে সৃষ্টি হয়েছে ব্যাপক জনসমাগম ও রাজনৈতিক উত্তেজনা। ভোর থেকেই সড়কের বিভিন্ন মোড়ে মোড়ে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের অবস্থান নিতে দেখা যায়, যা ধীরে ধীরে জনস্রোতে রূপ নেয়।
ব্যানার, ফেস্টুন, জাতীয় ও দলীয় পতাকায় ছেয়ে যায় পুরো এলাকা। স্লোগানে মুখর পরিবেশে উৎসাহ–উদ্দীপনার পাশাপাশি তৈরি হয় তীব্র যানজট। ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকে যানবাহন, ভোগান্তিতে পড়েন কর্মজীবী মানুষ, শিক্ষার্থী ও বিমানযাত্রীরা। অনেককে হেঁটে গন্তব্যে যেতে দেখা যায়।
ট্রাফিক বিভাগ জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বিকল্প সড়ক ব্যবহার করার জন্য চালকদের অনুরোধ জানানো হয়। তবে জনসমাগম বেশি হওয়ায় যান চলাচল স্বাভাবিক রাখতে হিমশিম খেতে হয়।
দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমানের দেশে ফেরাকে ঘিরে রাজধানীসহ সারাদেশে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা বিরাজ করছে। নেতারা বলছেন, এই প্রত্যাবর্তন জাতীয় রাজনীতিতে নতুন গতি আনবে এবং আগামী দিনের রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮