ঠাকুরগাঁয়ের প্রতিনিধি মোঃ সাগর ইসলাম
ঠাকুরগাঁও: "দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি—প্রাণিসম্পদে হবে উন্নতি" এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৫ এর বর্ণাঢ্য উদ্বোধন করা হয়েছে।
প্রাণিসম্পদ অধিদপ্তর এবং প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) সহযোগিতায় বুধবার (২৬ নভেম্বর) উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করে। কর্মসূচির মধ্যে ছিল শোভাযাত্রা, আলোচনা সভা এবং প্রাণিসম্পদ প্রদর্শনী।
বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা
সকাল ১১টায় হাসপাতাল চত্বর থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি উপজেলা পরিষদের সড়ক প্রদক্ষিণ করে। এরপর প্রাণিসম্পদ দপ্তরে ফিরে এসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. সোহাগ রানা এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিকাশ চন্দ্র বর্মণ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা রুবেল হুসেন ও উপজেলা মাধ্যমিক কর্মকর্তা রায়হানুল ইসলাম মিয়া। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও খামারিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বাংলাদেশের সামগ্রিক আর্থ–সামাজিক উন্নয়নে প্রাণিসম্পদ খাতের অপরিহার্য ভূমিকা তুলে ধরেন। তারা উল্লেখ করেন, রোগ নিয়ন্ত্রণে সরকার ইতোমধ্যে উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে, যার মধ্যে রয়েছে:
লাম্পি স্কিন ডিজিজ (এলএসডি) প্রতিরোধে ১৭ লাখ ডোজ টিকা।
ক্ষুরা রোগ (এফএমডি) নির্মূলে নির্দিষ্ট অঞ্চলে জোনিং কার্যক্রম।
ছাগলের পিপিআর রোগ নিয়ন্ত্রণে প্রায় ৬ কোটি ডোজ টিকা প্রয়োগ।
উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. সোহাগ রানা বলেন, এই সপ্তাহ উদযাপনের লক্ষ্য হলো আধুনিক প্রযুক্তির বিস্তার, নিরাপদ খাদ্য উৎপাদন, নারী ও যুব উদ্যোক্তা সৃষ্টি, আন্তর্জাতিক মান অর্জন এবং সরকারি–বেসরকারি সমন্বয় জোরদার করা।
দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
হাসপাতাল চত্বরে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। উদ্যোক্তা ও খামারিরা মোট ৩০টি স্টলে গবাদিপশু, পাখি, হাঁস-মুরগি প্রদর্শন করেন। অতিথিরাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্রদর্শনী স্টল পরিদর্শন করেন। শেষে সফল উদ্যোক্তা ও খামারিদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়।
সপ্তাহব্যাপী কর্মসূচি
সপ্তাহব্যাপী অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে—ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, কৃত্রিম প্রজনন সেবা ও ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প, স্কুল-কলেজে স্কুল ফিডিং কর্মসূচি ও প্রতিযোগিতা। সমাপনী দিনে প্রাণিসম্পদের টেকসই উন্নয়নে তরুণ ও নারী উদ্যোক্তা ও অংশীজনদের ভাবনা শীর্ষক মতবিনিময় সভার মাধ্যমে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৫ সমাপ্ত হবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮