বিএম সাব্বির হাসান,মণিরামপুর প্রতিনিধি
সাংবাদিকরা জাতির বিবেক, স্বাধীনভাবে তথ্য সংগ্রহ সাংবাদিকদের অধিকার, যুগে যুগে সাংবাদিকরা বিভিন্ন তথ্য সংগ্রহে হেনস্থা, হুমকি, হামলার স্বীকার হচ্ছে, এমনকি প্রশাসন কর্তৃক মালারও স্বীকার হচ্ছে গণমাধ্যম কর্মীরা। বিগত দিনেও বহু সাংবাদিক এ সমস্ত বর্বরতার সম্মুখীন হওয়ার পর প্রশাসনিক ভাবে আশ্বাস দিলেও সাংবাদিকেরা কোন ন্যায় বিচার পাইনি! ১লা মে মণিরামপুর রিপোর্টার্স ক্লাব কর্তৃক আয়োজিত মানববন্ধনে দেশব্যাপী সাংবাদিকদের উপর হামলা, ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে এ সমস্ত প্রতিবাদী মূলক আলোচনা ও আক্ষেপ প্রকাশ করেছেন একাধিক সাংবাদিক নেতৃবৃন্দ।
মণিরামপুর উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আয়োজিত এ মানববন্ধনে মণিরামপুর রিপোর্টার্স ক্লাব সহ পার্শ্ববর্তী জেলা ও উপজেলা সাংবাদিক নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন। ১লা মে সকাল ১১টায় মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তব্য রাখেন, রুর্যাল জার্নালিস্ট ফাউন্ডেশনের সিনিয়র যুগ্ম-মহাসচিব মোঃ সাজ্জাদ আলম খান সজল, মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও সাধারণ সম্পাদক এস এম তাজাম্মুল, প্রতিষ্ঠাতা সদস্য ও প্রচার সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম, সদস্য আরিফুল ইসলাম, সেচ্চাসেবী সংগঠন ঐক্যবন্ধনের মাহমুদুল হাসান সহ আরো অনেকে।
উল্লেখ্য, গত ৩০শে এপ্রিল রাতে মুঠোফোনে মণিরামপুর উপজেলার খেদাপাড়া ইউপি চেয়ারম্যান আঃ আলিম জিন্নাহর কাছে কোন এক রাস্তার নিম্নমানের কাজের তথ্যের জন্য জাতীয় দৈনিক আজকের পত্রিকা মণিরামপুর প্রতিনিধি আনোয়ার হোসেন কথা বলার চেষ্টা করলে, স্বৈরাচার শাষকের নিশি রাতের চেয়ারম্যান আঃ আলিম জিন্নাহ কর্তৃক অকথ্য ভাষায় গালিগালাজ ও জীবননাশের হুমকির প্রতিবাদে সাংবাদিক আনোয়ার হোসেনকে সাথে নিয়ে মানববন্ধনথেকেই কঠোর হুশিয়ারী দেই মণিরামপুর রিপোর্টার্স ক্লাব ও কেন্দ্রীয় সাংবাদিক নেতৃবৃন্দ। মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা ও সিনিয়র সহ-সভাপতি সুমন চক্রবর্তীর সঞ্চালনায় মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের কার্যনির্বাহী সদস্য সাজ্জাদুল ইসলাম, প্রতিষ্ঠাতা সদস্য ও দপ্তর সম্পাদক মাবিয়া রহমান, প্রতিষ্ঠাতা সদস্য নাহিদ হাসান, সদস্য নয়ন হাসান, সদস্য হারুন অর রশীদ, ইমদাদুল হক, সদস্য বিএম সাব্বির হাসান,সদস্য মাসুম বিল্লাল,চ্যানেল এ১ এর প্রতিনিধি শাহজান শাকিল, জাতীয় দৈনিক ভোরের চেতনার স্টাফ রিপোর্টার কল্যান রায় জয়ন্ত, ক্যামেরা পার্সন রবিউল ইসলাম রবি, নূর আলী প্রমূখ।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮