এস এম রনি, স্টাফ রিপোর্টার:
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় নারায়ণগঞ্জের ফতুল্লা থানা এলাকার নয়ামাটি ভাবির বাজারে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২ ডিসেম্বর মঙ্গলবার
বিকেলে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।মাহফিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য সচিব ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ মাসিকুল ইসলাম রাজীব, জেলা যুবদলের সদস্য সচিব মোঃ মশিউর রহমান (রাজিব), ফতুল্লা থানা বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম টিটু, জেলা শ্রমিক দলের সভাপতি মন্টু মেম্বারসহ ফতুল্লা থানার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের ৪০০–৪৫০ জন নেতা-কর্মী।
বক্তারা তাঁদের সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, বেগম খালেদা জিয়া বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন থাকায় তাঁর আশু রোগমুক্তির জন্য সবাইকে দোয়া করতে হবে। তারা উল্লেখ করেন, গত ১৫ বছর ধরে ফ্যাসিস্ট সরকারের দমন-পীড়নের মধ্যেও তিনি গণতন্ত্রের জন্য অবিচল লড়াই চালিয়ে গেছেন। আরও বলেন, ১৯৭১ সালে পাকিস্তানিদের কারাগারে থেকেও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের স্বাধীনতার জন্য ঝাঁপিয়ে পড়েছিলেন—এই পরিবার সবসময় দেশের স্বার্থেই কাজ করে যাচ্ছে।শেষে দেশনেত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮