দেশের বিভিন্ন স্থানে গত দুই দিন ধরে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এই বৃষ্টি আগামী ৯ জুলাই পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
অধিদপ্তরের শনিবার (৫ জুলাই) প্রকাশিত পূর্বাভাসে বলা হয়েছে, জুলাই মাসজুড়ে সাগরে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যদিও এর মধ্যে মাত্র একটি নিম্নচাপে রূপ নিতে পারে এবং ঘূর্ণিঝড়ের সম্ভাবনা খুবই কম।
সারা দেশের জন্য দেওয়া ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহের কিছু এলাকায় দমকা হাওয়া ও হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কিছু কিছু স্থানে মাঝারি থেকে ভারি বর্ষণও হতে পারে।
জ্যেষ্ঠ আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক জানিয়েছেন, বর্ষার আগমন মে মাসের শেষে ভারি বৃষ্টির মাধ্যমে হয়েছিল, তবে জুন মাসে স্বাভাবিকের চেয়ে বৃষ্টি কম হয়েছে। জুলাইয়ে সাধারণত সবচেয়ে বেশি বৃষ্টি হয়, গড়ে ৫০০ মিলিমিটারেরও বেশি। এ বছরও ৯ জুলাই পর্যন্ত থেমে থেমে বৃষ্টি হতে পারে এবং তাপমাত্রা ৩৮ ডিগ্রি পর্যন্ত ওঠার সম্ভাবনা রয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮