প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৪, ৮:২১ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১১, ২০২৪, ১:১০ পি.এম
দেবোত্তর ইয়াং স্টার স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ফাইনাল খেলায় বরুলিয়া সবুজ সংঘ ৪-২ গোলে চ্যাম্পিয়ন।।
পাবনা প্রতিনি।।
পাবনার আটঘরিয়া উপজেলার দেবোত্তর ইয়াং স্টার স্পোর্টিং ক্লাবের উদ্যোগে নকআউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উপজেলা পরিষদ স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ১১ অক্টোবর বিকাল সাড়ে চারটায় সময় বরুলিয়া সবুজ সংঘ বনাম বিডি ঈশ্বরদী ফুটবল একাদশের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ের মধ্যে গোল শুন্য ড্র হয়।
পরে ট্রাইবেকার অনুষ্ঠিত হয়। টাইব্রেকারে বরুলিয়া সবুজ সংঘ ৪-২ গোল বিডি ঈশ্বরদী ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন টফি ঘরে তুলে নেন।
এসময় প্রধান অতিথি ছিলেন আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার নাহারুল ইসলাম। উক্ত টুর্নামেন্টে সভাপতিত্ব করেন দেবোত্তর ইয়াং স্টার স্পোর্টিং ক্লাবের সভাপতি ও ওয়ালটন শো রুমের পরিচালক শফিউল্লাহ শফি।
খেলায় প্রধান রেফারির দায়িত্বে ছিলেন খোকন বিশ্বাস- তার সহযোগী রেফারি ছিলেন মাসুম ও ইবনে ফারহান রঙ্গন। সৌজন্যে এবি ব্যাংক আটঘরিয়া উপশাখা- পাবনা।
টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বরুলিয়া সবুজ সংঘ গোলকিপার সজল সিয়াম, এবং ম্যান অব ম্যাচ নির্বাচিত হয়েছেন বিডি ঈশ্বরদী ফুটবল একাদশের খেলোয়াড় অমিত।
উক্ত খেলায় ধারা বর্ননায় ছিলেন আশরাফুল ও রনি।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২