দেবহাটা প্রতিনিধি।।
দেবহাটায় দলের উদ্যোগে থানার পুলিশ পরিদর্শক ও সরকারি খান বাহাদুর আহছানউল্লা কলেজের শিক্ষকদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। রবিবার -১ সেপ্টেম্বর- দেবহাটা থানার পুলিশ পরিদর্শক -তদন্ত- ইদ্রিসুর রহমান ও সরকারি কেবিএ কলেজের অধ্যক্ষ অলোক কুমার ব্যানার্জী সহ অন্যান্য শিক্ষকদের সাথে মতবিনিময় করেন সংগঠনের নেতৃবৃন্দরা।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জগ্ননাথ বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র সহ-সভাপতি ইব্রাহীম কবির মিঠু- উপজেল ছাত্রদলের আহবায়ক দেবহাটা ইমরান ফরহাদ- সদস্য সচিব ফিরোজ হোসেন তুহিন- সিনিয়র যুগ্ম-আহবায়ক নুরুজ্জামান, যুগ্ম-আহবায়ক যথাক্রমে আরাফাত সানি- আসাদুল ইসলাম- আবদুল্লাহ মিলন- আব্দুল্লাহ আল মামুন- সদস্য রাকিব হোসেন- সদস্য তারিক মনোয়ার রানা- কেবিএ কলেজ ছাত্রদলের আহবায়ক নাজমুল হুদা রন্টি- সদস্য সচিব শিমুল হোসেন- সিনিয়র যুগ্ম-আহবায়ক অহেদ আলী ও আহবায়ক রাকিব হোসেন- সদস্য আমানউল্লাহ- তৌফিক- সজীব- আলামিন- সাকিব হোসেন- রিপন- আরিয়ার রবি- মেহেদী হাসান শুভ- সোহাগ- রাতুল- ফয়সাল হোসেন- শামীম হোসেন- শাওন- মিসকাত- মারুফ হোসেন- মুজাহিদ- সজীব- সবুজ- মামুন- আবু রাইআন- সখিপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জিসান বাবুল- শামীম- সাইফুল ইসলাম,আল আমিন, নওয়াপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাধারন সম্পাদক ইমরান হোসেন- সহ -সভাপতি ওমর ফারুক, যুগ- সাধারণ সম্পাদক- শাহিনুর- সোহেল প্রমুখ।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮