দেবহাটা প্রতিনিধি।।
দেবহাটায় জিও- এনজিও- স্বাস্থ্য সেবা প্রদান কারি- সরকারি কর্মকর্তা এবং স্টেকহোল্ডারদের সাথে যৌথ পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার -১২ সেপ্টেম্বর- উপজেলার পারুলিয়া ইছামতি টেকনিক্যাল স্কুল কলেজ মাঠে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে- দেবহাটা এপি’র আয়োজনে এবং সুশীলনের বাস্তবায়নে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সুশীলনের সিডিও মিজানুর রহমানের পরিচালনায় প্রধান অতিথির আলোচনা রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এসএম শাখওয়াত হোসেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে আলোচনা রাখেন দেবহাটা দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম-পারুলিয়া ইউপি সচিব প্রবীর হাজারী- সুশীলনের প্রোগ্রাম ম্যানেজার মামুন হোসেন- উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক আব্দুল্লাহ গাজী- এমটি- ইপিআই- সালাউদ্দীন আহম্মেদ- এফপিআই শফিকুল ইসলাম-সহকারী স্বাস্থ্য পরিদর্শক আছাদুল হক ও মুনজিলা খাতুন- স্থানীয় শিক্ষক আলাউদ্দীন প্রমুখ। সভায় সরকারি- বেসরকারি বিভিন্ন দপ্তরের সেবাদানকারী- সুশীলনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা- সিভিএ গ্রুপের সদস্যরা উপস্থিত থেকে যৌথ পরিকল্পনা সভায় উপজেলার স্বাস্থ্য সেবার বিভিন্ন বিষয় তুলে ধরেন। পাশাপাশি স্বাস্থ্য সেবা প্রদানে বিভিন্ন বাধা নিয়ে বিভিন্ন পরামর্শ প্রদান করেন বক্তরা। সেই সাথে কমিউনিটি ক্লিনিকগুলোতে নানা সমস্যা ও চাহিদার ভিত্তিতে বিভিন্ন দাবি উত্থাপন করা হয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮