দৈনিক আজকের বাংলা ডেস্ক:
একসময় টলিপাড়ার সবচেয়ে চর্চিত জুটির তালিকায় ছিলেন দেবলীনা ও তার প্রাক্তন স্বামী তথাগত মুখোপাধ্যায়। সেই সম্পর্ক এখন অতীত। যদিও আইনিভাবে তাদের বিবাহবিচ্ছেদ হয়নি, তবে গত তিন বছর ধরে তারা আলাদা থাকছেন।
তথাগতর নাম এখনও মাঝে-মধ্যেই শোনা যায় দেবলীনার মুখে। প্রাক্তন স্বামীর মঙ্গল কামনাই করেন তিনি।
এদিকে তথাগত আবার নতুন সম্পর্কে জড়িয়েছেন। সহকারী পরিচালক আলোকবর্ষা বসুর সঙ্গে তার প্রেমের সম্পর্কের কথা টলিপাড়ায় কারও অজানা নয়। বয়সের পার্থক্য থাকলেও তাদের সম্পর্ক এগিয়ে যাচ্ছে সজোরে।
সম্প্রতি তথাগতর নতুন ছবি রাস মুক্তি পেয়েছে। সেই ছবির সেটেই আলোকবর্ষার সঙ্গে সম্পর্কের সূত্রপাত। ছবির সাফল্যের পর প্রেমিকা আলোকবর্ষাকে নিয়ে উত্তরবঙ্গে ছুটি কাটাতে গিয়েছেন অভিনেতা। সেখান থেকে একাধিক ছবি শেয়ার করেছেন তিনি। ছবির ক্যাপশনেই স্পষ্ট, বর্ষার জঙ্গলে সময় কাটিয়ে বেশ ভালোই আছেন এই জুটি। এর আগেও মন্দারমণিতে একসঙ্গে ছুটি কাটাতে গিয়েছিলেন তারা।
প্রাক্তন স্বামীর নতুন সম্পর্কে দেবলীনা পুরোপুরি খুশি। অভিনেত্রীর কথায়, “আমাদের আইনি বিচ্ছেদ হয়নি বটে, কিন্তু তিন বছর ধরে আমরা এক ছাদের নিচে থাকি না। সেই অর্থে আমাদের দাম্পত্য জীবনের অস্তিত্ব নেই। আমি তথাগতকে এখনও ভালবাসি এবং ওর ভালো থাকাটাই চাই। তাই ওর নতুন সম্পর্কে আমি আনন্দিত।”
তিনি আরও বলেন, “এই ভালোবাসা আমাদের মধ্যে বন্ধুত্ব তৈরি করেছে। এখনও আমাদের পোষ্য সন্তানদের বিষয়ে একে অপরের সঙ্গে যোগাযোগ করি। এমনকি সোশ্যাল মিডিয়ায় ওর চোখের তলায় কালি দেখলে ফোন করে খোঁজ নিই। ওর এমন অনেক গোপন কথা জানি, যা অন্য কেউ জানে না। তথাগত আমার জীবনে চিরকাল বিশেষ মানুষ হয়ে থাকবে।”
অন্যদিকে টলিপাড়ায় কানাঘুষো শোনা যাচ্ছে দেবলীনার জীবনেও নাকি নতুন প্রেমের আগমন ঘটেছে। গুঞ্জন, অভিনেতা সৌম্য বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কের বন্ধনে জড়িয়েছেন তিনি। মিছিল-ধর্না থেকে অনুষ্ঠান—সব জায়গায় একসঙ্গে দেখা যাচ্ছে তাদের। সোশ্যাল মিডিয়ায়ও একসঙ্গে অনেক ছবি রয়েছে। যদিও দেবলীনা ও সৌম্য দু’জনেই সম্পর্কটিকে এখনো ‘ভালো বন্ধু’র বেশি কিছু বলেননি।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮